বিষয়বস্তুতে চলুন

সেটসোটো স্টেডিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেটসোটো স্টেডিয়াম
মানচিত্র
প্রাক্তন নামজাতীয় স্টেডিয়াম
অবস্থানরন্টসালা, মাসেরু, লেসোথো
ধারণক্ষমতা২০,০০০
আয়তন১০০ মি X ৫০ মি[]
উপরিভাগকৃত্রিম ঘাস
নির্মাণ
পুনঃসংস্কার২০০৭, ২০১০-২০১১
মূল ঠিকাদারইসিবোনেলো
ভাড়াটে
লেসোথো জাতীয় ফুটবল দল

সেটসোটো স্টেডিয়াম (ইংরেজি: Wonderful Stadium) লেসোথোর রাজধানী মাসেরুর কেন্দ্রে রন্টসালায় অবস্থিত দেশটির জাতীয় স্টেডিয়াম।[] এটি দেশেটির একমাত্র স্টেডিয়াম।[] এটি একটি বহুমুখী ব্যবহারের স্টেডিয়াম, সাম্প্রতিক সময়ে স্টেডিয়ামটি মল্লক্রীড়াফুটবল খেলা আয়োজনের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়। ২০,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি লেসোথো জাতীয় ফুটবল দলের স্বাগতিক মাঠ। ২০১০-২০১১ সালে স্টেডিয়ামটির সংস্কার করে আয়তনে বাড়ানো হয়।[] নিয়মিত ফুটবল খেলার পাশাপাশি স্টেডিয়ামটি ২০১৭ সালে একটি বিয়ের অনুষ্ঠান আয়োজনের ভেন্যু হওয়ার জন্য উল্লেখযোগ্য।

ইতিহাস

[সম্পাদনা]

সেটসোটো স্টেডিয়াম ১৯৮০-এর দশকে দক্ষিণ কোরিয়ার আর্থিক সহযোগিতায় নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর বেশ কয়েকবার সংস্কার, পরিবর্তন ও পরিবর্ধিত হয়েছে।[] স্টেডিয়ামটি 'জাতীয় স্টেডিয়াম' নামে পরিচিত ছিল। ২০০২ সালের স্থাপনাটির নাম পরিবর্তন করে 'সেটসোটো' রাখা হয়। ২০০৭ সালে ৫.৬ মিলিয়ন মালোটি ব্যয়ে ফুটবল মাঠে কৃত্রিম ঘাস স্থাপন করা হয়।[] নির্মাণের সময় পশ্চিম দিকের গ্যালারী প্রথমে বানানো হয়েছিল, যা বর্তমানে ছাউনি দিয়ে আচ্ছাদিত। ২০১০-২০১১ সালে ঠিকাদার প্রতিষ্ঠান ইসিবোনেলো স্টেডিয়ামের সর্বশেষ সংস্কার করে, এসময় উত্তর-দক্ষিণ দিকের গ্যালারী নির্মাণ করা হয়। কৃত্রিম ঘাসের ফুটবল মাঠের চারদিকে অ্যাথলেটিক্স ট্র্যাক রয়েছে। এটি লেসোথোর একমাত্র স্টেডিয়াম সেখানে প্রত্যেক দর্শকের বসার আসন আছে।[]

আয়োজন

[সম্পাদনা]

সেটসোটো স্টেডিয়ামে প্রধানত লেসোথোর জাতীয় ফুটবল দল ও লেসোথো প্রিমিয়ার লিগের ফুটবল খেলার আয়োজন থাকে। মল্লক্রীড়া ও নিয়মিত ফুটবল খেলা আয়োজনের বাইরে ২০১৭ সালের আগস্টে এই স্টেডিয়ামে লেসোথো'র প্রাক্তন প্রধানমন্ত্রী টম থাবানেমেসিয়া থাবানের বিয়ের অনুষ্ঠান হয়েছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Setsoto pitch under scrutiny"পাবলিক আই (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৬-০৭। ২০১৩-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১২ 
  2. "Lesotho Goal Project" (পিডিএফ)FIFA.com। ২১ এপ্রিল ২০০৯। ২২ জুন ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২০ 
  3. "Setsoto to open gates again"Sunday Express (ইংরেজি ভাষায়)। ২০১০-০৩-২৭। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১২ 
  4. "Setsoto Stadium"stadiumdb.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৭ 
  5. "Lesotho gears up for World Cup"SowetanLIVE (ইংরেজি ভাষায়)। ২০০৭-১০-২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১২ 
  6. মোয়ো, হার্বার্ট (২০১৭-০৯-০১)। "PM's wedding: When the gods agree"লেসোথো টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]