সেটসোটো স্টেডিয়াম
প্রাক্তন নাম | জাতীয় স্টেডিয়াম |
---|---|
অবস্থান | রন্টসালা, মাসেরু, লেসোথো |
ধারণক্ষমতা | ২০,০০০ |
আয়তন | ১০০ মি X ৫০ মি[১] |
উপরিভাগ | কৃত্রিম ঘাস |
নির্মাণ | |
পুনঃসংস্কার | ২০০৭, ২০১০-২০১১ |
মূল ঠিকাদার | ইসিবোনেলো |
ভাড়াটে | |
লেসোথো জাতীয় ফুটবল দল |
সেটসোটো স্টেডিয়াম (ইংরেজি: Wonderful Stadium) লেসোথোর রাজধানী মাসেরুর কেন্দ্রে রন্টসালায় অবস্থিত দেশটির জাতীয় স্টেডিয়াম।[২] এটি দেশেটির একমাত্র স্টেডিয়াম।[৩] এটি একটি বহুমুখী ব্যবহারের স্টেডিয়াম, সাম্প্রতিক সময়ে স্টেডিয়ামটি মল্লক্রীড়া ও ফুটবল খেলা আয়োজনের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়। ২০,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি লেসোথো জাতীয় ফুটবল দলের স্বাগতিক মাঠ। ২০১০-২০১১ সালে স্টেডিয়ামটির সংস্কার করে আয়তনে বাড়ানো হয়।[৪] নিয়মিত ফুটবল খেলার পাশাপাশি স্টেডিয়ামটি ২০১৭ সালে একটি বিয়ের অনুষ্ঠান আয়োজনের ভেন্যু হওয়ার জন্য উল্লেখযোগ্য।
ইতিহাস
[সম্পাদনা]সেটসোটো স্টেডিয়াম ১৯৮০-এর দশকে দক্ষিণ কোরিয়ার আর্থিক সহযোগিতায় নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর বেশ কয়েকবার সংস্কার, পরিবর্তন ও পরিবর্ধিত হয়েছে।[২] স্টেডিয়ামটি 'জাতীয় স্টেডিয়াম' নামে পরিচিত ছিল। ২০০২ সালের স্থাপনাটির নাম পরিবর্তন করে 'সেটসোটো' রাখা হয়। ২০০৭ সালে ৫.৬ মিলিয়ন মালোটি ব্যয়ে ফুটবল মাঠে কৃত্রিম ঘাস স্থাপন করা হয়।[৫] নির্মাণের সময় পশ্চিম দিকের গ্যালারী প্রথমে বানানো হয়েছিল, যা বর্তমানে ছাউনি দিয়ে আচ্ছাদিত। ২০১০-২০১১ সালে ঠিকাদার প্রতিষ্ঠান ইসিবোনেলো স্টেডিয়ামের সর্বশেষ সংস্কার করে, এসময় উত্তর-দক্ষিণ দিকের গ্যালারী নির্মাণ করা হয়। কৃত্রিম ঘাসের ফুটবল মাঠের চারদিকে অ্যাথলেটিক্স ট্র্যাক রয়েছে। এটি লেসোথোর একমাত্র স্টেডিয়াম সেখানে প্রত্যেক দর্শকের বসার আসন আছে।[৪]
আয়োজন
[সম্পাদনা]সেটসোটো স্টেডিয়ামে প্রধানত লেসোথোর জাতীয় ফুটবল দল ও লেসোথো প্রিমিয়ার লিগের ফুটবল খেলার আয়োজন থাকে। মল্লক্রীড়া ও নিয়মিত ফুটবল খেলা আয়োজনের বাইরে ২০১৭ সালের আগস্টে এই স্টেডিয়ামে লেসোথো'র প্রাক্তন প্রধানমন্ত্রী টম থাবানে ও মেসিয়া থাবানের বিয়ের অনুষ্ঠান হয়েছিল।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Setsoto pitch under scrutiny"। পাবলিক আই (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৬-০৭। ২০১৩-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১২।
- ↑ ক খ "Lesotho Goal Project" (পিডিএফ)। FIFA.com। ২১ এপ্রিল ২০০৯। ২২ জুন ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Setsoto to open gates again"। Sunday Express (ইংরেজি ভাষায়)। ২০১০-০৩-২৭। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১২।
- ↑ ক খ "Setsoto Stadium"। stadiumdb.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৭।
- ↑ "Lesotho gears up for World Cup"। SowetanLIVE (ইংরেজি ভাষায়)। ২০০৭-১০-২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১২।
- ↑ মোয়ো, হার্বার্ট (২০১৭-০৯-০১)। "PM's wedding: When the gods agree"। লেসোথো টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে সেটসোটো
- ওয়ার্ল্ড স্টেডিয়ামে সেটসোটো ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ এপ্রিল ২০২০ তারিখে
- ফুসবল টেম্পেলে সেটসোটো