সুশান্ত কুমার দাস
অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস | |
---|---|
উপাচার্য | |
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি | |
উত্তরসূরী | শহীদ উল্লাহ তালুকদার |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
সুশান্ত কুমার দাস একজন বাংলাদেশী পদার্থবিদ। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য।[১][২]
শিক্ষাজীবন
[সম্পাদনা]সুশান্ত রাজশাহী বোর্ডের অধীনে ১৯৬৭ সালে এসএসসি ও ১৯৬৯ সালে এইচএসসি পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি গবেষণা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের (এনএসএফ) একটি প্রকল্পের সাথে যৌথভাবে সম্পাদিত হয়। তিনি যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং রিসার্চ স্কলার এবং এনএসএফ, ইউএসএ-এর গবেষণা ফেলো ছিলেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]সুশান্ত কুমার দাস ১৯৯২ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পর্যায়ক্রমে অধ্যাপক পদে উন্নীত হন। তার গবেষণার আগ্রহের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে পারমাণবিক পদার্থবিজ্ঞান, লেজার ও নন-লিনিয়ার অপটিক্স, কম্পিউটেশনাল ফিজিক্স এবং কোয়ান্টাম কম্পিউটেশন। দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৩০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[৩] তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪][৫]
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০২২ সালে প্রথমবারের মতো শাবিপ্রবির ১৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করে। অধ্যাপক সুশান্ত কুমার দাস ওই সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে অন্যতম।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সাবেক শিক্ষকদের সম্মাননা দেবে শাবি শিক্ষক সমিতি"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১০ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৪।
- ↑ "বাঙালীর মন মননে রবীন্দ্র সৃষ্টি সম্ভার অনন্ত অণুপ্রেরনার উৎস: প্রফেসর সুশান্ত"। সিলেটটুডে। ২০ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৪।
- ↑ ক খ "ড. সুশান্ত কুমার দাসের জীবনবৃত্তান্ত"। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। ৫ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৪।
- ↑ "সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রককে বিদায় সম্মাননা"। সিলেটটুডে। ১২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৪।
- ↑ "সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিলেট"। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইংরেজি ভাষায়)। ১৭ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৪।
- ↑ "জাফর ইকবাল-অরুণ বসাকসহ শাবিপ্রবিতে সম্মাননা পাচ্ছেন ২৩ শিক্ষক"। জাগোনিউজ২৪.কম। ১১ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৪।