সুরা (পানীয়)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুরা হলো ভারতীয় উপমহাদেশে উদ্ভূত শক্তিশালী পাতিত মদ্যপ পানীয়। ভারতীয় সার্জন সুশ্রুত এটিকে চেতনানাশক হিসেবে উল্লেখ করেন। অন্যান্য প্রাচীন চিকিৎসা কর্তৃপক্ষও এটি উল্লেখ করেন; চরক উল্লেখ করেন যে সুরা, সিধু, অরিষ্ট, মধু, মদির বা আসবের মতো মদ্যপ পানীয় খাওয়ার মাধ্যমে গর্ভপাতজনিত নারীকে ব্যথার অনুভূতিহীন করে তোলে।[১]

ইতিহাস[সম্পাদনা]

প্রস্তুতির পদ্ধতিটি অথর্ববেদের[২] কাণ্ড ৫ ও ৮-এ দেখা যায়।

বৌদ্ধ ধর্মগ্রন্থে সূরাকে পালি ভাষায় মেরয় (সংস্কৃত  মাইরেয়, আখ ও বিভিন্ন মশলা দিয়ে তৈরি পানীয়[৩]) এবং মজ্জ (সম্ভবত সংস্কৃত মধু, মেড বা হাইড্রোমেলের সমতুল্য) সহ নেশাজাতীয় পানীয় হিসেবে উল্লেখ করা হয়েছে। বৌদ্ধধর্মের পঞ্চ উপদেশে এর ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছে: "আমি গাঁজনযুক্ত পানীয় থেকে বিরত থাকার প্রশিক্ষণের নিয়ম গ্রহণ করি যা গাফিলতির কারণ হয়"।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Shri C. DWARAKANATH (1965) Use of opium and cannabis in the traditional systems of medicine in India. UNODC Bulletin on Narcotics. Issue 1, No. 003. "ODC - Bulletin on Narcotics - 1965 Issue 1 - 003"। ২০০৩-০৮-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-২০ 
  2. Marianne S. Oort (2002) Sura in the Paippalada Samhita of the Atharvaveda J. Am. Orient. Soc. Vol. 122, No. 2. জেস্টোর 3087630.
  3. Arthashastra http://www.columbia.edu/itc/mealac/pritchett/00litlinks/kautilya/book02.htm