সুমিত মালিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুমিত মালিক
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1993-01-09) ৯ জানুয়ারি ১৯৯৩ (বয়স ৩১)
কারর গ্রাম, রহতাক জেলা, হরিয়ানা, ভারত
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াকুস্তি
বিভাগফ্ৰিষ্টাইল কুস্তি
পদকের তথ্য
পুরুষদের কুস্তি(ফ্ৰিষ্টাইল)
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
কমনওয়েলথ গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৮ গোল্ড কোস্ট ১২৫ কেজি
এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৭ নিউ দিল্লি ১২৫ কেজি
কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৭ জোহানেসবার্গ ১২৫ কেজি
জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৭ ইন্দোর ১২৫ কেজি
২৮ এপ্রিল ২০১৮ তারিখে হালনাগাদকৃত

সুমিত মালিক (জন্ম ৯ই জানুয়ারি, ১৯৯৩) ভারতীয় ফ্রিস্টাইল কুস্তিগির। যিনি ১২৫ কেজি বিভাগে প্রতিযোগিতা করেন। ২০১৮ কমনওয়েলথ গেমসে, তিনি স্বর্ণপদক লাভ করেন। ২০১৭ সালে তিনি এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে এবং কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপে উভয়েই রৌপ্য পদক জিতেছেন।

শৈশব[সম্পাদনা]

৯ জানুয়ারি ১৯৯৩ সালে কারর গ্রাম, রহতাক জেলা, হরিয়ানা, ভারতে তার জন্ম হয়। তিনি যখন ছোট ছিলেন তখন তার মা মারা যান, তখন তার মাতৃ-পিতামহ এবং পিতামহী তাকে দিল্লীতে তাদের বাড়িতে নিয়ে যান। সেখানে তার মামা ছত্রাসাল স্টেডিয়ামের একজন কুস্তিগির ছিলেন, যার কাছ থেকে তিনি কুস্তিগির হওয়ার অনুপ্রেরণা পান। ১৩ বছর বয়স থেকে তিনি ছত্রাসাল স্টেডিয়ামে প্রশিক্ষণ শুরু করেন।[১][২][৩][৪]

কর্মজীবন[সম্পাদনা]

২০১৭, এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ, নিউ দিল্লি[সম্পাদনা]

২০১৭ সালের এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে মালিকের প্রথম ম্যাচ ছিল কোয়ার্টার ফাইনাল, যেখানে তিনি জাপানের টাইকি যামামোটোকে ৬-৩ স্কোরে পরাজিত করেন। ৭-২ ব্যবধানে তাজিকিস্তানের ফার্কহোদ আনাকুলভের বিপক্ষে তার পরের ম্যাচে জয়ী হওয়ার পর, তিনি ফাইনালে ইরানের যাদুল্লাহ মোয়েব্বির কাছে ৬-২ ব্যবধানে পরাজিত হন[৪] এবং রৌপ্য পদক জিতেছিলেন।

২০১৭, বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ,প্যারিস, ফ্রান্স[সম্পাদনা]

২০১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করেন, যেখানে মালিক প্রথম ম্যাচে রাশিয়ার আনজোর খিজরিভর কাছে পরাজিত হন। খিজরিভ চূড়ান্ত পর্যায় না যেতে পারার ফলে, রিপেচেজের মাধ্যমে ফিরে আসার আরেকটি সুযোগ আর হয়নি।[৫]

২০১৭, জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ, ইন্দোর[সম্পাদনা]

নভেম্বর, ২০১৭ জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে, ফাইনালে মালিক হিতেনদারকে পরাজিত করে ২০১৭-র জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।[৬]

২০১৭, কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপ, জোহানেসবার্গ[সম্পাদনা]

২০১৭ সালের কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালিক হিতেনদারকে কাছে পরাজিত হন এবং রৌপ্য পদক জিতেছিলেন।[৭]

২০১৮, কমনওয়েলথ গেমস, গোল্ড কোস্ট[সম্পাদনা]

২০১৮ সালের কমনওয়েলথ গেমসে প্রথম ম্যাচে নরডিক ফরম্যাটে মালিক, ক্লডিও কোয়ামেেন মিয়েনিগা (পিএল) আহত হয়ে আর লড়তে না পারলে তিনি জিতে যান। দ্বিতীয় ম্যাচে ৬-৪ ব্যবধানে কানাডার কোরি জারভিসকে পরাজিত করেন এবং পরে তার বিরুধে কোরি জারভিস অভিযোগ করেন যে মালিক তার কান কামড়ে দেন ম্যাচে চলাকালীন, মালিককে শাস্তি দেওয়ার জন্য কোনও পদক্ষেপ নেয়া হয়নি, যদিও পরে মালিক স্বীকার করেন ও বলেন, 'মুরগির তন্দুরি মত স্বাদ ছিল না'।[৮] তৃতীয় ম্যাচে ১০-৪ স্কোরের মাধ্যমে পাকিস্তানের তৈয়ব রাজার (পিএল) বিপক্ষে সহজেই জয়লাভ করেন। শেষ ম্যাচে, সিনিভি বোল্টিকের সাথে মালিক ম্যাচের দ্বিতীয় ওয়াকওভার পান যখন সিনিভি বোল্টিক আহত হয়ে আর লড়তে না পারলে তিনি জিতে যান এবং স্বর্ণপদক জিতে নেন।[৯][১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sumit, Sumit (IND)"Institut für Angewandte Trainingswissenschaft (IAT)United World Wrestling। ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৮ 
  2. Sahu, Pardeep (১৪ এপ্রিল ২০১৮)। "मेडलों की बहार, हरियाणा के खिलाड़ियों ने कर दी बौछार"Dainik Tribune (Hindi ভাষায়)। ২৭ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮ 
  3. Bharadwaj, Deepak (১৪ এপ্রিল ২০১৮)। "गोल्ड कोस्ट में पहलवान सुमित मलिक ने जीता गोल्ड, पैतृक गांव में खुशी का माहौल"Punjab Kesari (Hindi ভাষায়)। ১৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮ 
  4. Vasavda, Mihir (১৫ মে ২০১৭)। "Sumit Malik back from the brink, wins silver at Asian Wrestling Championship"The Indian Express। ১৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৮ 
  5. "India continue dismal run at World Wrestling Championships"The Indian Express। ২৫ আগস্ট ২০১৭। ১৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮ 
  6. "Mausam Khatri, Amit Dhankar win gold medal at National Wrestling championship"The Indian ExpressPress Trust of India (PTI)। ১৮ নভেম্বর ২০১৭। ১৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮ 
  7. "Commonwealth Wrestling Championships 2017: Sushil Kumar, Sakshi Malik win gold Johannesburg"The Financial Express। PTI। ১৮ ডিসেম্বর ২০১৭। ২৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৮ 
  8. "Did not taste like tandoori chicken' - wrestler Sumit Malik admits to biting opponent"www.hindustantimes.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৯ 
  9. "Sumit, Vinesh win CWG titles (Wrestling Roundup)"Business StandardIndo-Asian News Service (IANS)। ১৪ এপ্রিল ২০১৮। ১৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮ 
  10. "Commonwealth Games 2018: India's quest for gold continues, wrestler Sumit Malik claims 125kg gold"The Financial Express। PTI। ১৪ এপ্রিল ২০১৮। ১৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৮