বিষয়বস্তুতে চলুন

সুবোধ ব্যানার্জী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুবোধ ব্যানার্জী
পশ্চিমবঙ্গের পিডব্লিউডি মন্ত্রী (১৯৬৯), পশ্চিমবঙ্গ সরকারী শ্রম মন্ত্রী (১৯৭৭), বিধানসভার সদস্য (১৯৫২-১৯৭২)
নির্বাচনী এলাকাজয়নগর
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯১৮
জয়নগর মজিলপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া
মৃত্যু১৬ সেপ্টেম্বর ১৯৭৪(1974-09-16) (বয়স ৫৫–৫৬)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
রাজনৈতিক দলসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া

সুবোধ ব্যানার্জী (১৯১৮ - ১৬ সেপ্টেম্বর ১৯৭৪) [] একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া সদস্য ছিলেন। ১৯৬৭ সালে পশ্চিমবঙ্গের যুক্তফ্রন্ট সরকারে শ্রমমন্ত্রী থাকাকালীন তিনি ভারতের ট্রেড ইউনিয়ন সেক্টরে প্রতিবাদের একটি আনুষ্ঠানিক পদ্ধতি হিসাবে ঘেরাও নীতি প্রবর্তন করেন।[] [] [] ১৯৬৯ সালে পশ্চিমবঙ্গের ইউনাইটেড ফ্রন্ট সরকারে তিনি পিডব্লিউডি মন্ত্রী ছিলেন। তাঁর স্থায়ী অবদান ছিল কলকাতার প্রকাশ্য স্থান থেকে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের "অভিভাবক ও শাসকদের" সমস্ত আইন অপসারণ করা। তবে, তিনি তাদের অনেকের শৈল্পিক মূল্যের প্রশংসা করেছিলেন এবং জনসাধারণের দৃষ্টিতে না থাকা অন্যান্য জনসাধারণের জায়গায় সংরক্ষণ করেছিলেন। তাঁকে ঘেরাও মন্ত্রী বলা হত।[] এবং তার বন্ধু এবং নিন্দুকেরা উভয়েই 'একজন বিচক্ষণ সৎ মন্ত্রী এবং জ্বলন্ত বাগ্মী দক্ষতাসম্পন্ন একজন অগ্নিকুণ্ড শ্রমিক নেতা' হিসাবে স্বীকৃত।[]

তিনি এসইউসিআই-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দলের প্রথম বিধায়ক ছিলেন।[]

তিনি পশ্চিমবঙ্গের জয়নগর বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন।

জয়নগরে তাঁর এবং শচীন ব্যানার্জির স্মৃতির জন্য 'শচীন ব্যানার্জি-সুবোধ ব্যানার্জি ভবন' নামকরণ করে একটি অডিটোরিয়াম তৈরি করা হয়েছে।[] []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Proceedings of the Winter Session of the Meghalaya Legislative Assembly held at 9 a. m. on Friday, the 6 December 1974 in the Assembly Chambers, Shillong"। ১০ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৪ 
  2. West Bengal's Jyothi Basu – A political people, p. 27
  3. A Defiant Rebel
  4. "Populist Governance"। ১৮ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৪ 
  5. How much do you know about SUCI
  6. "জয়নগরে শচীন ব্যানার্জী-সুবোধ ব্যানার্জী ভবন উদ্বোধন -" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৬ 
  7. চক্রবর্তী, বিপাশা (২০২৩-০৮-৩১)। "জয়নগরে শচীন ব্যানার্জী সুবোধ ব্যানার্জী অডিটোরিয়ামের উদ্বোধন"Puber Kalom (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]