সুপারস্টার সিঙ্গার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুপারস্টার সিঙ্গার
ধরনআপাতবাস্তব
উন্নয়নকারীটিসিটি এবং স্টুডিও নেক্সট প্রোডাকশন
সৃজনশীল পরিচালকনীরজ শর্মা[১]
উপস্থাপক
বিচারক
আবহ সঙ্গীত রচয়িতাহিমেশ রেশামিয়া
উদ্বোধনী সঙ্গীত"সুপারস্টার সিঙ্গার"
সমাপনী সঙ্গীত"সুপারস্টার সিঙ্গার"
মূল দেশভারত ভারত
মূল ভাষাহিন্দি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৩০
নির্মাণ
ক্যামেরা সেটআপবহু-ক্যামেরা
ব্যাপ্তিকাল৯০ মিনিট
নির্মাণ কোম্পানিফ্রেমস প্রোডাকশন
পরিবেশকসনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া
মুক্তি
মূল নেটওয়ার্কসনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন
ছবির ফরম্যাটএইচডিটিভি ১০৮০আই
৫৭৬আই
মূল মুক্তির তারিখ২৯ জুন ২০১৯ (2019-06-29) –
৬ অক্টোবর ২০১৯ (2019-10-06)
বহিঃসংযোগ
Superstar Singer
প্রোডাকশন ওয়েবসাইট

সুপারস্টার সিঙ্গার হচ্ছে একটি গানভিত্তিক রিয়্যালিটি অনুষ্ঠান, যেটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত হয়। এই অনুষ্ঠানে ২ হতে ১৫ বছর বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করে থাকে।[২]

অডিশন[সম্পাদনা]

২০১৯ সালের ১৩রা মার্চ তারিখে এই অনুষ্ঠানে প্রচারমূলক ভিডিও প্রকাশিত হয়েছিল এবং দেশের বিভিন্ন শহর জুড়ে একই বছরের ২৩শে মার্চ তারিখ হতে থেকে অডিশন শুরু হয়েছিল; যা ২০১৯ সালের ২১শে এপ্রিল তারিখে শেষ হয়েছিল।

বিচারকগণ[সম্পাদনা]

প্রথম আসরের জন্য, এই অনুষ্ঠানটি হিমেশ রেশামিয়া, জাভেদ আলী এবং অলকা ইয়াগনিক বিচারকার্যের দায়িত্বে ছিলেন।

২০১৯ সালের ২৯শে জুন তারিখে এই অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারিত হয়েছে।[৩][৪][৫]

প্রশিক্ষক[সম্পাদনা]

প্রথম আসরের জন্য বিচারকদের পাশাপাশি আরও চারজন প্রশিক্ষক/অধিনায়ক ছিল; যারা প্রতিযোগীদের আরও ভাল পারফরম্যান্সের জন্য প্রশিক্ষণ দিতে এসেছিলেন।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]