সুন্যা বারিস্ট্রম
সুন্যা বারিস্ট্রম | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১৫ আগস্ট ২০০৪ | (বয়স ৮৮)
জাতীয়তা | সুইডিশ |
পরিচিতির কারণ | প্রোস্টাগ্ল্যান্ডিন |
পুরস্কার | Gairdner Foundation International Award (১৯৭২) Nobel Prize Medicine Louisa Gross Horwitz Prize (১৯৭৫) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | বায়োকেমিস্ট্রি |
কার্ল সুন্যা ডেটলফ বারিস্ট্রম (১০ জানুয়ারি ১৯১৬- ১৫ আগস্ট ২০০৪) ছিলেন একজন সুইডিশ বায়োকেমিস্ট।
১৯৭৫ সালে সুইডেনের নোবেল ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে তাকে নিয়োগ দেয়া হয়।[১]
১৯৭৫ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় তাকে বেংট স্যামুয়েলসনের সাথে লুইজা গ্রস হরউইটজ প্রাইজ এ পুরস্ককৃত করা হয়। ১৯৮২ সালে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং এর সাথে সম্পর্কিত বস্তুসমূহ আবিষ্কারের জন্য বেংট স্যামুয়েলসন, জন আর ভেইন এবং তিনি নোবেল পুরস্কার লাভ করেন।
১৯৬৫ সালে বারিস্ট্রম রয়্যাল সুইডিশ একাডেমী অফ সাইন্স এর সদস্য নির্বাচিত হন এবং ১৯৮৩ সালে এটির সভাপতি হন। ১৯৬৫ সালে তিনি রয়্যাল সুইডিশ একাডেমী অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স এরও সদস্য নির্বাচিত হন। ১৯৬৬ সালে সে আমেরিকান একাডেমী অফ আর্টস অ্যান্ড সাইন্স এর বৈদেশিক সদস্য হিসেবে নির্বাচিত হন।[২] ১৯৮৫ সালে সে পন্টিফিকাল একাডেমী অফ সাইন্স এর সদস্য হিসেবে নিয়োগ পান।[৩]
বারিস্ট্রম বিবর্তনীয় প্রজনন বিশেষজ্ঞ সভান্তে প্যাবো এবং ব্যবসায়ী রুরিক বারস্ট্রমের (দুইজনেরই জন্ম ১৯৫৫ সালে) পিতা। তিনি আন্তর্জাতিক বিজ্ঞান একাডেমী এর একজন সদস্য ছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sune K. Bergström - Autobiography
- ↑ "Book of Members, 1780–2010: Chapter B" (পিডিএফ)। American Academy of Arts and Sciences। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১১।
- ↑ http://www.casinapioiv.va/content/accademia/en/academicians/deceased/bergstrom.html
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯১৬-এ জন্ম
- ২০০৪-এ মৃত্যু
- মার্কিন ফিলোসফিক্যাল সোসাইটির সদস্য
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য
- সুয়েডীয় প্রাণরসায়নবিদ
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী
- রয়েল সুয়েডীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য
- ফরাসি বিজ্ঞান একাডেমির সদস্য
- রুশ বিজ্ঞান অ্যাকাডেমির বিদেশী সদস্য
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- সুয়েডীয় নোবেল বিজয়ী