সুধীর কুমার মিশ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুধীর কুমার মিশ্র
জন্ম
সুধীর

জবলপুর, মধ্যপ্রদেশ, ভারত
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনGEC Jabalpur (B.E.)
IIT Madras (M.Tech)
NIT Warangal (PhD)
পেশামহাপরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক
উল্লেখযোগ্য কৃতিত্ব
Mক্ষেপণাস্ত্র এবং কৌশলগত সিস্টেম

সুধীর কুমার মিশ্র একজন ভারতীয় প্রকৌশলী, প্রতিরক্ষা বিজ্ঞানী এবং বেসামরিক কর্মচারী। তিনি বর্তমানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মহাপরিচালক এবং ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি যৌথ উদ্যোগ, ব্রহ্মোস অ্যারোস্পেস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক।[১][২][৩][৪][৫][৬][৭]

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

মিশ্র মধ্য ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। মেধা তালিকায় তিনি জব্বলপুরের স্বনামধন্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন যেখানে তিনি ১৯৮২ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মাদ্রাজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং ওয়ারঙ্গলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sudhir Kumar Mishra: Executive Profile & Biography - Bloomberg"www.bloomberg.com 
  2. https://www.drdo.gov.in/drdo/English/index.jsp?pg=chiefcontrollers-brahmos.jsp
  3. "BrahMos welcomes Shri Sudhir Kumar Mishra, its new CEO & MD :: BrahMos.com"www.brahmos.com। ১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২ 
  4. "Sudhir Mishra to be new head of BrahMos Corporation"Business Standard India। Press Trust of India। ১৬ জুন ২০১৪ – Business Standard-এর মাধ্যমে। 
  5. "Sudhir Mishra to replace Pillai as BrahMos chief"। ১৭ জুন ২০১৪। 
  6. "Trial to validate life extension of BrahMos supersonic cruise missile conducted successfully"India Today 
  7. "Successive test firing of Brahmos Missile to validate Critical Indigenous Components"pib.nic.in 
  8. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২