সিলভিয়া মাইলস
সিলভিয়া মাইলস | |
---|---|
Sylvia Miles | |
জন্ম | সিলভিয়া শিনভাল্ড ৯ সেপ্টেম্বর ১৯২৪ |
মৃত্যু | জুন ১২, ২০১৯ ম্যানহাটন, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৯৪)
মাতৃশিক্ষায়তন | অ্যাক্টরস স্টুডিও |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৪৭-২০১৯ |
দাম্পত্য সঙ্গী | উইলিয়াম মায়ার্স (বি. ১৯৪৮; বিচ্ছেদ. ১৯৫০) জেরাল্ড প্রাইস (বি. ১৯৫২; বিচ্ছেদ. ১৯৫৮) টেড ব্রাউন (বি. ১৯৬৩; বিচ্ছেদ. ১৯৭০) |
সিলভিয়া মাইলস (বিবাহপূর্ব শিনভাল্ড;[১][২][৩][৪][৫] ৯ সেপ্টেম্বর ১৯২৪ - ১২ জুন ২০১৯) একজন মার্কিন অভিনেত্রী ছিলেন। তিনি মিডনাইট কাউবয় (১৯৬৯) ও ফেয়ারওয়েল, মাই লাভলি (১৯৭৫) চলচ্চিত্রে অভিনয় করে দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
মাইলস নিউ ইয়র্ক সিটির স্থায়ী বাসিন্দা ছিলেন এবং সারাজীবন এখানেই বসবাস করেন। তিনি অসংখ্য অফ-ব্রডওয়ে মঞ্চনাটকে অভিনয় করেন, তন্মধ্যে তার জীবনের উপর ভিত্তি করে নির্মিত ১৯৮১ সালের একক-নারীবিশিষ্ট সঙ্গীতনাট্য ইট্স মি, সিলভিয়া! উল্লেখযোগ্য।[৬] তার জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র আই ওয়াজ অলওয়েজ সিলভিয়া নিউ ইয়র্ক সিটির সরকারি টেলিভিশন চ্যানেল ডব্লিউনেট-এর ৫১তম রাজ্য ধারাবাহিকের অংশ হিসেবে প্রচারিত হয়।[৭][৮]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মাইলস নিউ ইয়র্ক সিটির গ্রিনউইচ ভিলেজে জন্মগ্রহণ করেন ও বেড়ে ওঠেন। তার মাতা বেল (বিবাহপূর্ব ফেল্ডম্যান) ও পিতা রোবেন শিনভাল্ড একজন ফার্নিচার প্রস্তুতকারক।[৯] তিনি তার পিতামাতার দ্বিতীয় কন্যা। তিনি ওয়াশিংটন আরভিং হাই স্কুলে ও পরে অ্যাক্টরস স্টুডিওতে অধ্যয়ন করেন।[১০]
কর্মজীবন
[সম্পাদনা]মাইলস ১৯৪৭ সালে মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন।[১১] তিনি ১৯৫৪ সাল থেকে টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ শুরু করেন। ১৯৬০-এর দশকের শুরুতে তিনি দ্য ডিক ভ্যান ডাইক শো-এর একাধিক পর্বে স্যালি রজার্স চরিত্রে অভিনয় করেন।[৬] তিনি মিডনাইট কাউবয় (১৯৬৯) চলচ্চিত্রে কাজের সুযোগ পান।[১০][১২] এতে মাত্র ছয় মিনিটের পর্দায় উপস্থিতির মধ্য দিয়েই শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৩] তিনি ফেয়ারওয়েল, মাই লাভলি (১৯৭৫) চলচ্চিত্রে পূর্বের চেয়ে আরেকটু বেশি সময় (আট মিনিট) পর্দায় অভিনয় করে তার দ্বিতীয় একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৬]
ব্যক্তিগত জীবন ও মৃত্যু
[সম্পাদনা]১৯৪৮ সালে মাইলস উইলিয়াম মায়ার্সের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুই বছর পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।[১০] ১৯৫২ সালে তিনি জেরাল্ড প্রাইসকে বিয়ে করেন। ১৯৫৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।[১০] ১৯৬৩ সালে তিনি রেডিও ডিস্ক জকি টেড ব্রাউনকে বিয়ে করেন। ১৯৭০ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।[১০] ব্রাউন উল্লেখ করেন যে মাইলসের সন্তান নেওয়ার কোন ইচ্ছা ছিল না, যা তাদের বিবাহবিচ্ছেদের প্রধান কারণ।[৯]
মাইলস ২০১৯ সালের ১২ই জুন ৯৪ বছর বয়সে ম্যানহাটনের এক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।[১০] মৃত্যুর কয়েক বছর পূর্ব থেকে তার স্বাস্থ্য ভেঙ্গে পড়তে শুরু করে এবং কয়েক মাস পূর্ব থেকে তাকে নার্সিং হোমে রাখা হয়েছিল।[১২] শেষ বছরগুলোতে তিনি অ্যানেমিয়া ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন।[১৪][১৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Sylvia Miles obituary"। নিউজগ্রুভ। ২৪ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।
- ↑ "Sylvia Miles obituary"। দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।
- ↑ "Sylvia Miles death"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।
- ↑ "Sylvia Miles obituary"। টাইমস। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।
- ↑ "Sylvia Miles film actress warhol acolyte twice oscar nominated"। দ্য ডেইলি টেলিগ্রাফ। ২৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।
- ↑ ক খ গ "Theatre: It's me by and with Sylvia Miles"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।
- ↑ "Sylvia Miles playbill bio"। প্লেবিল। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।
- ↑ "The 51st State biography"। থার্টিন। ৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।
- ↑ ক খ স্টার্ক, জন (অক্টোবর ১০, ১৯৮৮)। "Forget That Trinket in Her Right Hand—Actress Sylvia Miles' Biggest Fan Is Sylvia Miles"। পিপল। ডিসেম্বর ৩১, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ "Sylvia Miles, Actress With a Flair for the Flamboyant, Dies at 94"। দ্য নিউ ইয়র্ক টাইমস। জুন ১২, ২০১৯। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।
- ↑ "Sylvia Miles Biography (1932-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০।
- ↑ ক খ "Sylvia Miles, Scene-Stealer in 'Midnight Cowboy' and 'Farewell, My Lovely,' Dies at 94"। দ্য হলিউড রিপোর্টার। জুন ১২, ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০।
- ↑ "1969 Academy Awards® Winners and History"। ফিল্মসাইট। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০।
- ↑ জনসন, রিচার্ড (৩০ মে ২০১৪)। "Oscar nominee Sylvia Miles is ailing"। পেজ সিক্স (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০।
- ↑ "'Midnight Cowboy' Actress Sylvia Miles Dead at 94"। TMZ। জুন ১২, ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অলমুভিতে সিলভিয়া মাইলস
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে সিলভিয়া মাইলস (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে সিলভিয়া মাইলস (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সিলভিয়া মাইলস (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে সিলভিয়া মাইলস (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে সিলভিয়া মাইলস (ইংরেজি)