বিষয়বস্তুতে চলুন

সিভ জেনসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিভ জেনসেন
অর্থমন্ত্রী
কাজের মেয়াদ
১৬ অক্টোবর ২০১৩ – ২৪ জানুয়ারি ২০২০
প্রধানমন্ত্রীএরনা সুলবার্গ
পূর্বসূরীসিগবজর্ন জনসেন
উত্তরসূরীইয়ান তোরে স্যানার
প্রগ্রেস পার্টির নেতা
কাজের মেয়াদ
৬ মে ২০০৬ – ৮ মে ২০২১
প্রথম ডেপুটিপার স্যান্ডবার্গ
সিলভি লিসথাগ
দ্বিতীয় ডেপুটিপার আর্নে ওলসেন
কেটিল সলভিক-ওলসেন
তেরজে সোভিকনেস
পূর্বসূরীকার্ল আই. হেগেন
উত্তরসূরীসিলভি লিসথাগ
প্রগ্রেস পার্টির প্রথম উপনেতা/নেত্রী
কাজের মেয়াদ
২ মে ১৯৯৯ – ৬ মে ২০০৬
নেতাকার্ল আই. হেগেন
পূর্বসূরীলোদভে সোলহোম
উত্তরসূরীপার স্যান্ডবার্গ
প্রগ্রেস পার্টির সংসদীয় নেতা/নেত্রী
কাজের মেয়াদ
২৮ জানুয়ারি ২০২০ – ৮ মে ২০২১
নেতানিজেই
পূর্বসূরীহ্যান্স আন্দ্রেস লিমি
উত্তরসূরীসিলভি লিসথাগ
কাজের মেয়াদ
৫ অক্টোবর ২০০৫ – ১৭ অক্টোবর ২০১৩
নেতাকার্ল আই. হেগেন
নিজেই
পূর্বসূরীকার্ল আই. হেগেন
উত্তরসূরীহ্যারাল্ড টি. নেসভিক
নরওয়েজীয় সংসদের সদস্য
কাজের মেয়াদ
১ অক্টোবর ১৯৯৭ – ৩০ সেপ্টেম্বর ২০২১
সংসদীয় এলাকাঅসলো
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1969-06-01) ১ জুন ১৯৬৯ (বয়স ৫৫)
অসলো, নরওয়ে
রাজনৈতিক দলপ্রোগ্রেস পার্টি
প্রাক্তন শিক্ষার্থীনরওয়েজিয়ান স্কুল অব
ইকোনমিক্স

সিভ জেনসেন (জন্ম ১লা জুন ১৯৬৯) একজন নরওয়েজীয়, যিনি ২০০৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রোগ্রেস পার্টির নেতা/নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সোলবার্গ মন্ত্রিসভায় ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ১৯৯৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অসলো থেকে নরওয়েজীয় সংসদের সদস্য ছিলেন।

অসলোতে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা, সিভ জেনসেন নরওয়েজিয়ান স্কুল অব ইকোনমিক্স থেকে ব্যবসায়িক গবেষণায় স্নাতক হন। তিনি ১৯৯৭ সালের সংসদ নির্বাচনে প্রথম সাংসদ নির্বাচিত হন এবং পরে টানা চারটি মেয়াদে পুনরায় নির্বাচিত হন। তিনি ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত অর্থ ও অর্থনৈতিক বিষয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব করেন এবং ২০০৬ সালে প্রগতি পার্টির নেতা হিসাবে দীর্ঘ সময়ের চেয়ারম্যান কার্ল আই. হেগেনের স্থলাভিষিক্ত হন।

জেনসেন ২০০৯ সালের সংসদ নির্বাচনে প্রোগ্রেস পার্টির জন্য প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন, যা দলের জন্য রেকর্ড উচ্চ ফলাফল দেখেছিল। তিনি ২০১৩ সালের সংসদীয় নির্বাচনের জন্য কনজারভেটিভ পার্টির নেতৃত্বে একটি জোট সরকারের সম্ভাবনাকে সমর্থন করেছিলেন এবং তার দলকে সোলবার্গ ক্যাবিনেটে নেতৃত্ব দিয়েছিলেন, এটি প্রগতি পার্টির প্রথম সরকারি অংশগ্রহণ।

জেনসেন ২০১৯ সালের অক্টোবর মাসে থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নরওয়ের সবচেয়ে দীর্ঘ মেয়াদী অর্থমন্ত্রী হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Stoltenberg warned, but now Jensen is historic" (নরওয়েজীয় ভাষায়)। TV 2। ৯ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পার্টির রাজনৈতিক কার্যালয়
পূর্বসূরী
কার্ল হেগেন
প্রগ্রেস পার্টির নেতা
২০০৬–বর্তমান
নির্ধারিত হয়নি
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
সিগবজর্ন জনসেন
অর্থ মন্ত্রী
২০১৩–২০২০
উত্তরসূরী
ইয়ান তোরে স্যানার