সিবে ভান ডের হেইডেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিবে ভান ডের হেইডেন
২০২০ সালে সেঁ-জিলের হয়ে সিবে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সিবে ভান ডের হেইডেন
জন্ম (1998-05-30) ৩০ মে ১৯৯৮ (বয়স ২৫)
জন্ম স্থান ডেনডেরলেউ, বেলজিয়াম
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেঁ-জিল
জার্সি নম্বর ৪৪
যুব পর্যায়
0000–২০১৬ আন্ডারলেখট
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৮ ওস্টেন্ডে (১)
২০১৮–২০১৯ এইন্থোভেন ৩২ (১)
২০১৯– সেঁ-জিল ৭৮ (৩)
জাতীয় দল
২০২২– বেলজিয়াম (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০২:১৭, ২৪ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০২:১৭, ২৪ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

সিবে ভান ডের হেইডেন (ওলন্দাজ: Siebe Van der Heyden; জন্ম: ৩০ মে ১৯৯৮) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বেলজীয় ক্লাব সেঁ-জিল এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

সিবে ২০২২ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বেলজিয়ামের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

সিবে ভান ডের হেইডেন ১৯৯৮ সালের ৩০শে মে তারিখে বেলজিয়ামের ডেনডেরলেউতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

২০২২ সালের ২৯শে মার্চ তারিখে, ২৩ বছর, ৯ মাস ও ২৯ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী সিবে বুর্কিনা ফাসোর বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ২৫ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি বেলজিয়াম ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] বেলজিয়ামের হয়ে অভিষেকের বছরে সিবে সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৪ অক্টোবর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বেলজিয়াম ২০২২
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Belgium vs. Burkina Faso - 29 March 2022 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২২ 
  2. "Belgium - Burkina Faso 3:0 (Friendlies 2022, March)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২২ 
  3. "Belgium - Burkina Faso, Mar 29, 2022 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২২ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Belgium vs. Burkina Faso"www.national-football-teams.com। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]