বিষয়বস্তুতে চলুন

সামারা সময়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাশিয়ায় সময়
  ইউএসজেড১ কালিনিনগ্রাদ সময় ইউটিসি+২ (এমএসকে–১)
  এমএসকে মস্কো সময় ইউটিসি+৩ (এমএসকে±০)
  এসএএমটি সামারা সময় ইউটিসি+৪ (এমএসকে+১)
  ওয়াইইকেটি ইয়েকাটেরিনবার্গ সময় ইউটিসি+৫ (এমএসকে+২)
  ওএমএসটি ওমস্ক সময় ইউটিসি+৬ (এমএসকে+৩)
  কেআরএটি ক্রাশনুইয়ার্স্ক সময় ইউটিসি+৭ (এমএসকে+৪)
  আইআরকেটি ইরখুটস্ক সময় ইউটিসি+৮ (এমএসকে+৫)
  ওয়াইএকেটি ইয়াখুটস্ক সময় ইউটিসি+৯ (এমএসকে+৬)
  ভিএলএটি ভ্লাদিভস্তক সময় ইউটিসি+১০ (এমএসকে+৭)
  এমএজিটি ম্যাগাডান সময় ইউটিসি+১১ (এমএসকে+৮)
  পিএটিটি কামচাটকা সময় ইউটিসি+১২ (এমএসকে+৯)

সামারা সময় (এসএএমটি) হচ্ছে একটি সময় অঞ্চল, যেটি ইউটিসি হতে ৪ ঘণ্টা এগিয়ে (ইউটিসি+০৪:০০) এবং মস্কো সময় হতে ১ ঘণ্টা পিছিয়ে (এমএসকে+১)। সামারা সময় সামারা প্রদেশ, উডমুরতিয়া, অ্যাস্ট্র্যাক্যান প্রদেশ, উলিয়ানোভস্ক এবং সারাতোভ প্রদেশে ব্যবহৃত হয়।

ইতিহাস

[সম্পাদনা]

২৮ মার্চ ২০১০ সালের সংশোধনের পূর্ব পর্যন্ত, শীতকালে সামারা সময় ইউটিসি+০৪:০০ ছিল এবং গ্রীষ্মকালে সামারা গ্রীষ্ম সময় (এসএএমএসটি) ইউটিসি+০৫:০০ ছিল। উক্ত দিন থেকে, দুটি অঞ্চল কার্যকরীভাবে মস্কো গ্রীষ্ম সময়ের সাথে সম্পৃক্ত হওয়ায় সামারা সময় বিলুপ্তি লাভ করে।[][] মার্চ ২০১১ সালে, মস্কো সময় সারাবছরের জন্য ইউটিসি+০৪:০০-এ এগিয়ে নেয়, এবং ২৬ অক্টোবর ২০১৪ সাল হতে সামারা সময় পুনর্বহাল করা হয়, যখন মস্কো সময় পুনরায় ১ ঘণ্টা পিছিয়ে সারাবছরের জন্য ইউটিসি+০৩:০০ করা হয় এবং সামারা প্রদেশউডমুরতিয়া ইউটিসি+০৪:০০তেই বহাল থাকে।

২৭ মার্চ ২০১৬ সালে, উলিয়ানোভস্ক প্রদেশ এবং অ্যাস্ট্র্যাক্যান প্রদেশ তাদের সময় সামারা সময়ে স্থানান্তরিত করে যার ফলে তাদের সময় মস্কো সময় হতে ১ ঘড়ি এগিয়ে নেওয়া হয়।[][] ৪ ডিসেম্বর ২০১৬ সালে, সারাতোভ প্রদেশও তাদের সময় মস্কো সময় হতে ১ ঘড়ি এগিয়ে নিয়ে সামারা সময়ে স্থানান্তরিত হয়।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]