সামসুল হক (কবি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সামসুল হক
জন্ম(১৯৩৬-১২-১৬)১৬ ডিসেম্বর ১৯৩৬
চাঁদপাশা, বেঙ্গল প্রেসিডেন্সি (বর্তমানে পশ্চিমবঙ্গ)
মৃত্যু১৪ মার্চ ১৯৯৭(1997-03-14) (বয়স ৬০)
ছদ্মনামসুগত চৌধুরী
পেশাকবি ও লেখক
ভাষাবাংলা
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
শিক্ষা প্রতিষ্ঠানআশুতোষ কলেজ

সামসুল হক (ইংরেজি: Samsul Haq) ( ১৬ ডিসেম্বর, ১৯৩৬ - ১৪ মার্চ,১৯৯৭ ) অবিভক্ত বাংলায় মার্কসীয় দর্শনে বিশ্বাসী বাঙালি কবি ও লেখক।  [১]

জন্ম ও সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

কবি সামসুল হকের জন্ম অবিভক্ত বাংলার অধুনা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি থানার চাঁদপাশা গ্রামে। পিতা আবদুল কাদের গাজী, মাতা সফুরা বেগম। পড়াশোনা গ্রামের স্কুলে। ১৯৫৪ খ্রিস্টাব্দে সীতারাম শিক্ষা নিকেতন স্কুল থেকে স্কুল ফাইনাল পাশ করেন। এরপর কলকাতার আশুতোষ কলেজ থেকে আই.এ ও বাংলায় স্পেশাল অনার্স নিয়ে স্নাতক হন ১৯৫৮  খ্রিস্টাব্দে। ১৯৬৫ খ্রিস্টাব্দে বি.টি পাশ করে শিক্ষকতা পেশা বেছে নেন। কাকদ্বীপ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজীবন শিক্ষকতা করেন। 

সাহিত্যকর্ম[সম্পাদনা]

ছাত্রাবস্থাতেই সামসুল হকের লেখালেখিতে উৎসাহ ছিল। শিক্ষকতার সাথে ব্যস্ত থেকেছেন  সম্পাদনার কাজেও। তার পছন্দের কবি ছিলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়মানবেন্দ্রনাথ রায়ের অনুগামী হিসাবে  মার্কসীয় দর্শনে বিশ্বাসী ছিলেন। সামাজিক অবক্ষয় ও যুগের পরিবর্তনের ধারাগুলি তার কবিতায় ঘুরে-ফিরে এসেছে তার কবিতায় ও লেখায়। সুগত চৌধুরী ছদ্মনাম ব্যবহার করতেন প্রথমদিকে। তার বেশ কিছু কবিতা ফরাসি, জার্মান ও ইংরাজী ভাষাতেও অনূদিত হয়েছে।তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্যগ্রন্থগুলি হল -

  • হৃদয়ের গন্ধ (চন্দন বিল) (১৯৬৪)
  • নিজের বিপক্ষে (১৯৬৮)
  • বাংলাদেশের জন্য (১৯৭১)
  • প্রোটোপ্লাজম (১৯৮২)
  • চলচ্চিত্র (১৯৭২)
  • ডায়েরি (১৯৭৩)
  • মাণিক বন্দ্যোপাধ্যায়: এই পৃথিবী (১৯৭৮)
  • নিভন্ত মোমবাতির তলায় সাদা ঘোড়া (১৯৭৫)
  • সোনার ত্রিশূল (১৯৭৯)
  • দিশি ছড়া (১৯৮০)
  • পাপপূণ্য (১৯৮০)
  • ভাতে পড়ল মাছি (বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে) (১৯৮১)
  • খোকা ভাত খাবি আয় (১৯৮২)
  • ডুমোমাছি ও অন্যান্য ছড়া (১৯৮৪)
  • কবির ভুবন (১৯৮৫)
  • তিনি বীরেন্দ্র চট্টোপাধ্যায় (১৯৮৫)
  • ইডেনের তৃণমূল (১৯৮৬)
  • জ্বলন্ত আফ্রিকা ও অন্যান্য ছড়া (১৯৮৭)
  • গ্রুপ থেরাপি (১৯৮৮)
  • চুড়ুই পাখির বিচার (১৯৮৯)
  • এস রেণু (১৯৯০)

তার সম্পাদিত কবিতা সংকলন হল -

  • বীরেন্দ্র চট্টোপাধ্যায়-৬০
  • আমিও তোমার ঘরে বাংলাদেশ
  • পোস্টকার্ড সংকলন

তার সম্পাদিত পত্রিকা-

  • নক্ষত্রের রাত
  • পাক্ষিক বাংলা কবিতা-ষাটের দশক

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি  ২০১৯, পৃষ্ঠা ৪২৮, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬