সাপ্তাহিক ইকোনমিক টাইমস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকলি ইকোনমিক টাইমস
ধরনসাপ্তাহিক পত্রিকা
প্রকাশকশওকত মাহমুদ
সম্পাদকশওকত মাহমুদ
প্রতিষ্ঠাকাল১৯৯৫
ভাষাইংরেজি
সদর দপ্তরঢাকা
শহরঢাকা
দেশবাংলাদেশ
ওয়েবসাইটWeeklyEconomicTimes.com

সাপ্তাহিক ইকোনমিক টাইমস বাংলাদেশের একটি সাপ্তাহিক পত্রিকা। এটির সম্পাদক হিসেবে আছেন শওকত মাহমুদ। এটি ১৯৯৫ সালে সম্পাদক/প্রকাশক মুনিরুল হক কর্তৃক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৮ পৃষ্ঠায় প্রকাশিত এই পত্রিকার প্রথম ও শেষ পাতা রঙিন হিসেবে ছাপা হয় এবং অন্যান্য পৃষ্ঠাগুলি সাদা এবং কালোতে ছাপা হয়। পত্রিকাটির সদর দপ্তর ঢাকার কাকরাইলে অবস্থিত।

  • প্রথম পৃষ্ঠা
  • রাজনীতি
  • ব্র্যান্ড যাত্রা
  • ব্যাংকিং ও অর্থ
  • ব্যবসা অর্থ
  • সম্পাদকীয় মন্তব্য
  • মতামত
  • এনার্জি পাওয়ার অটো
  • এডুলয়েড
  • ভ্রমণ ও বিমান চলাচল
  • টেক পারলি
  • শেষের পৃষ্ঠা

সম্পাদক[সম্পাদনা]

শওকত মাহমুদ সাপ্তাহিক ইকোনমিক টাইমসের সম্পাদক। তিনি জাতীয় প্রেসক্লাবেরও সভাপতি ছিলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ব্যুরো, বগুড়া। "বহু সাংবাদিক আজ দেশ ছাড়া- বগুড়ায় শওকত মাহমুদ"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৩