সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়
এম.এল হাই স্কুল
অবস্থান
সানন্দবাড়ী, দেওয়ানগঞ্জ, জামালপুর

তথ্য
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল১৯১৮
প্রধান শিক্ষকজয়নুল আবেদীন [১]
শ্রেণীষষ্ঠ-দশম শ্রেণী
ক্যাম্পাসের ধরনগ্রামীণ
শিক্ষা বোর্ডময়মনসিংহ
EIIN১০৯৭৩৩
শিফটদিবা

সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় হচ্ছে বাংলাদেশের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়।[২] ১৯১৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।[৩]

অবস্থান[সম্পাদনা]

সানন্দবাড়ী বাজারের সাথে,পাশে সানন্দ বাড়ী ডিগ্রি কলেজ ও সানন্দবাড়ী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়

ইতিহাস[সম্পাদনা]

১৯১৮ সনে একটি প্রাইমারী স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিদ্যালযটির যাত্রা শুরু হয়। পরবর্তীকালে ১৯৪৬ সালে এটি এম ই(মিডল ইংলিশ) স্কুলে রুপান্তরিত করা হয়, যা পরবর্তীকালে ১৯৫৭ সালে জুনিয়র হাইস্কুলে পরিণত হয়। ১৯৬৭ সালে এটি পূর্ণাঙ্গ হাইস্কুল হওয়ার গৌরব অর্জন করে। বর্তমানে বিদ্যালয়টিতে ১১১৫ জন শিক্ষার্থী পড়াশুনা করছে।[৩]

কার্যক্রম[সম্পাদনা]

বিদ্যালয়টির পাঠ্যসূচির পাশাপাশি রয়েছে বিভিন্ন কার্যক্রম। এতে রয়েছে নাচ, গান, আবৃত্তি, সঙ্গীত, বির্তক ক্লাব, পাঠাগার, স্কাউট, দল ও আরও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম।

কৃতি শিক্ষার্থী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে লাঞ্চিত করার শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল – দৈনিক স্বদেশ সংবাদ" (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৬ 
  2. "Sananda Bari High School,Jamalpur, Sananda bari High School, Jamalpur (2020)"www.schoolandcollegelistings.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৬ 
  3. "২নং চরআমখাওয়া ইউনিয়ন" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]