সানজিভরেড্ডি বাপুরাও বোদকুরাওয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সানজিভরেড্ডি বাপুরাও বোদকুরাওয়ার ১৩তম মহারাষ্ট্র বিধানসভার সদস্য। তিনি ওয়ানী বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি)-র অন্তর্ভুক্ত। [১] তাঁর জয়ের মধ্য দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস ইয়াভটমাল জেলার সকল আসনই হারায় যেটা তাদের শক্ত ঘাঁটি ছিল। [২] তিনি এই অঞ্চলের বিজেপির আরও বেশ কয়েকজন নতুন ও তরুণ প্রার্থীর মধ্যে একজন ছিলেন, যারা তাদের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Results of Maharashtra Assembly polls 2014"India Today। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১১ 
  2. Abraham, T. O. (২০১৪-১০-১৯)। "Congress routed in Yavatmal dist"Times of India। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৫ 
  3. "Maharashtra polls: Young BJP faces emerged victorious in Vidarbha"The Economic Times। ২০১৪-১০-২১। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৫