সাধনা ঔষধালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাধনা ঔষধালয়
সাধনা ঔষধালয় (ঢাকা)
ধরনআয়ুব্বের্দ ঔষধ প্রস্তুতকারক
শিল্পঔষধ প্রস্তুতকারক
প্রতিষ্ঠাকাল১৯১৪, সূত্রাপুর, ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
প্রতিষ্ঠাতাযোগেশচন্দ্র ঘোষ
সদরদপ্তরসাধনা ঔষধালয় রোড, দক্ষিণদাঁড়ি, ,

সাধনা ঔষধালয় ভারত উপমহাদেশের বিখ্যাত আয়ুর্বেদ ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সাধনা ঔষধালয় বাংলাদেশের রাজধানী ঢাকার গেন্ডারিয়ার দীননাথ সেন রোডে অবস্থিত। এটি প্রতিষ্ঠা করেছিলেন যোগেশচন্দ্র ঘোষ। বিপুল সাফল্যের কারণে এক সময় চীন ও উত্তর আমেরিকায় সাধনা ঔষধালয়ের শাখা বা এজেন্সী ছিল।[১]

অবকাঠামো[সম্পাদনা]

সাধনা ঔষধালয়ের প্রধান কার্যালয় ঢাকার গেন্ডারিয়ায় প্রায় দুই একর জমির উপর প্রতিষ্ঠিত। এখন সাধনা ঔষধালয় কেবল বাংলাদেশভারত এ রয়েছে। বাংলাদেশে এর ৬৮টি বিক্রয়কেন্দ্র রয়েছে। একসময় প্রায় ৪৫০ প্রকারের ঔষধ থাকলেও বর্তমানে ১২০ প্রকারের ঔষধ প্রস্তুত করা হয়।[২]

বিখ্যাত ওষুধ/পণ্য[সম্পাদনা]

সারিবাদি সালসা, মৃতসঞ্জীবনী সুরা, বিউটি ক্রিম, দশন সংস্কার, কূটজারিষ্ট, চ্যবনপ্রাশ, মকরধ্বজ, মহাদ্রাক্ষারিষ্ট-এর মতো ওষুধের খ্যাতি দেশ জুড়ে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী। পরিবর্ধিত ৩য় সংস্করণ: অনন্যা প্রকাশনালয়, ঢাকা। ফেব্রুয়ারি ২০০০। পৃষ্ঠা ২৬৪। আইএসবিএন 984-412-104-3 
  2. "শতাব্দী পেরিয়ে সাধনা, কালের কণ্ঠ" 
  3. "বাঙালির লুপ্তপ্রায় সাধনা" 

আরও দেখুন[সম্পাদনা]