সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Sajanpur Islamia High School) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার সাজনপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এটি পাকিস্তানি শাসনামলে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হলেন আলহাজ্ব মুন্সি হোসেন আলী সরদার।

সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়
ঠিকানা
সাজনপুর ,ভেদরগঞ্জ


তথ্য
ধরনমাধ্যমিক
নীতিবাক্যজ্ঞানের জন্যে এসো, সেবার জন্যে বের হও
প্রতিষ্ঠাকাল১৯৬৫ (1965) খ্রীষ্টাব্দ [১]
প্রতিষ্ঠাতামরহুম আলহাজ্ব মুন্সি হোসেন আলী সরদার
বিদ্যালয় জেলাশরীয়তপুর
সভাপতিআলি আজম ফরিদি
প্রধান শিক্ষকতোফাজ্জল হোসেন মোড়ল
শিক্ষার্থী সংখ্যা৫৫০+
ভাষাবাংলা
ক্যাম্পাসগ্রাম
রং             কালো ,সাদা ও নীল
ক্রীড়া
ওয়েবসাইটwww.sajanpurihs113503.edu.bd

প্রতিষ্ঠা ও অগ্রগতি[সম্পাদনা]

খেলার মাঠসহ বিদ্যালয়ের সম্মুখপ্রান্ত

এটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালের পর থেকে এর অন্যতম এক পাঠ্যভবনের পুনর্নিমান কাজ চলে আসছে। তিনতলা বিশিষ্ট ভবন নির্মানের উদ্ভোদন করেন শরীয়তপুর তিন আসনের এমপি নাহিম রাজ্জাক।

কর্তৃপক্ষ ও বিদ্যালয়[সম্পাদনা]

সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক ইউপি -চেয়ারম্যান আলি আজম ফরিদি।প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন মোড়ল। সহকারী প্রধান শিক্ষক খালেদ মোঃ আলমগীর। শিক্ষকের সংখ্যা ১৫ জন।ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫৫০+ । এছাড়াও আছেন একজন কেরানী,একজন দপ্তরি,একজন আয়া-ওয়াশম্যান। [২]

প্রাতিষ্ঠানিক কার্যক্রম ও সুবিধা[সম্পাদনা]

বার্ষিক সাংষ্কৃতিক অনুষ্ঠান[সম্পাদনা]

বিদ্যালয়ে প্রতিবছর ছাত্রছাত্রী, ম্যানেজিং কমিটি এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ, কাবাডি খেলা, যেমন খুশি তেমন সাজ, মেয়েদের বিষের বালিশ ইত্যাদিসহ অন্যান্য আয়োজন। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, কবিতা আবৃতি,গজল, উপস্থিত বক্তৃতা, গান ও নৃত্য পরিবেশন ইত্যাদি। উপস্থিত বিচারকদের দ্বারা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত হয়।বিদ্যালয়ের শিক্ষক,ছাত্রছাত্রীসহ স্থানীয় এলাকার লোকজন বিদ্যালয়ের প্রাঙ্গনে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

খেলার মাঠ এবং উদ্যান[সম্পাদনা]

বিদ্যালয়ের প্রাঙ্গনে একটি বড় খেলার মাঠ রয়েছে।অবসর সময়ে মাঠে ছাত্রছাত্রীরা চলেফেরা ও বিভিন্ন রকমের খেলাধুলা করে।এর মধ্যে জনপ্রিয় খেলাগুলো হলো ক্রিকেট,ফুটবল,ব্যাডমিণ্টন,ভলিবল,,কাবাডি,গোল্লাছোট প্রমুখ।

প্রতিবছর এ মাঠেই স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে আন্তঃস্কুল ফুটবল টূর্ণামেণ্ট এবং ক্রিকেট টূর্ণামেণ্টের আয়োজন হয়।এছাড়া স্থানীয় অন্যান্য খেলার কার্যক্রম এ মাঠেই অনুষ্ঠিত হয়।এ মাঠ যেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং স্থানীয় লোকদের খেলাধুলা ও বিনোদনের কেন্দ্রস্থল।

স্কুল ল্যাব[সম্পাদনা]

বিদ্যালয়টিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থিদের জন্যে একটি সায়েন্স ল্যাব ও একটি কম্পিউটার ল্যাব রয়েছে।বর্তমানে এর সুদূরপ্রসারী ব্যবস্থা না থাকায় এগুলোর উন্নয়ন কার্যক্রম চলছে।

বিভাগ সমূহ[সম্পাদনা]

  • বিজ্ঞান শাখা
  • ব্যাবসায় শাখা
  • মানবিক শাখা

সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

বিশ্বসাহিত্য কেন্দ্র শাখা[সম্পাদনা]

বাংলাদেশের বিশ্বসাহিত্য সংগঠন সেকায়েপ থেকে অনূদিত সাহিত্যের বিভিন্ন বই,উপন্যাস,গ্রন্থ,গল্প ইত্যাদি ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়তে দেয়া হয়।এর জন্যে একজন শিক্ষক নিয়োগ আছেন।প্রত্যেক শ্রেণির জন্য উপযুক্ত বইগুলো আলাদাভাবে রাখা হয়।বইপ্রেমী ছাত্রছাত্রীরা এর সদস্য হয়ে বিভিন্ন রকমের উপন্যাস,গ্রন্থ পড়তে পারে।বছরে এসব বই থেকে একটা পরিক্ষার আয়োজন করা হয়ে থাকে।ভালো ফলাফলকারি ছাত্রছাত্রীরা বই পুরস্কার পেয়ে থাকে।

স্কাউট গ্রুপ[সম্পাদনা]

বিতর্ক প্রতিযোগিতা[সম্পাদনা]

বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীবৃন্দ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]