বিষয়বস্তুতে চলুন

সাইয়্যেদ মোহাম্মদ বাকের দারছেই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাইয়্যেদ মোহাম্মদ বাকের দুরচেয়ী (১৮৪৮-১৯২৩) একজন শিয়া আইনবিদ এবং পণ্ডিত ছিলেন।.

ভূমিকা

[সম্পাদনা]

সৈয়দ মোহাম্মদ বাকির দুরচেয়ী ১৯ এবং ২০ শতকের শিয়া আইনশাস্ত্রবিদ এবং কর্তৃপক্ষের একজন এবং ইসফাহান হাওয়া ইলমিয়্যার উস্তাদ ছিলেন। তিনি নাজাফে মির্জা শিরাজী ও মির্জা হাবিবুল্লাহ রাশতির অধীনে এবং ইস্ফাহানে মোহাম্মদ বাকের খানসারির অধীনে অধ্যয়ন করেন। তার ছাত্রদের মধ্যে আবুল হাসান ইসপাহানী এবং হোসেন বোরুজেরদীর কথা উল্লেখযোগ্য।.[]

সৈয়দ মোহাম্মদ বাগের দুরচেয়ী ১৮৪৮ সালে ইসফাহানের লেনজানের দারচে গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম মুসা কাজেম (আ.) এর বংশধর। তার পিতা মোর্তেজা এবং তার ভাই মুহাম্মদ হোসেন এবং মুহাম্মদ মাহদি ছিলেন ধর্মীয় পণ্ডিত ছিলেন। মাহদি ছিলেন নাজাফের পণ্ডিতদের একজন এবং ইসফাহানের ফিকাহ ও নীতির শিক্ষকদের একজন ছিলেন। তার পিতামহ, মোহাম্মদ মিরলোহি সবজেওয়ারি, সাফাভী যুগে ইসফাহানের একজন মহান পণ্ডিত এবং মোহাম্মদ তাগি মজলিসির সমসাময়িক ছিলেন। দারচেই ১৯২৩ সালে দুনিয়া ত্যাগ করেন এবং তাকে ইসফাহানের তাখতে ফুলাদ কবরস্থানে দাফন করা হয়।.[]

দারচেই এর কিছু বিখ্যাত ছাত্র হল: সৈয়দ আবুল হাসান ইসফাহানী, হোসেন বোরুজেরদী, মির্জা হাসান জাবরী আনসারী, মির্জা আলী আগা শিরাজী, মোহাম্মদ হাসান আগা নাজাফী কোচানী, সৈয়দ জামালুদ্দিন গোলপাইগানি, সৈয়দ হাসান মোদারেস এবং রাহিম আরবাব।.[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. آیت الله درچه ای مبارزه با خرافات را وظیفه خود می دانست আয়াতুল্লাহ দুরচেয়ী কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করাকে তার কর্তব্য বলে মনে করতেন ১০ সেপ্টেম্বর, ২০২৪ এ দেখা হয়েছে।.
  2. سید محمد باقر درچه ای সাইয়্যেদ মোহাম্মদ বাকের দারছেই ১০ সেপ্টেম্বর, ২০২৪ এ দেখা হয়েছে।.
  3. آیت الله درچه ای مبارزه با خرافات را وظیفه خود می دانست আয়াতুল্লাহ দুরচেয়ী কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করাকে তার কর্তব্য বলে মনে করতেন ১০ সেপ্টেম্বর, ২০২৪ এ দেখা হয়েছে।.