সাইপ্রাস মান সময়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাইপ্রাসের মান সময় হচ্ছে পূর্ব ইউরোপীয় সময় (EET) ( ইউটিসি+০২:০০ ) বা পূর্ব ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় (EEST) ( ইউটিসি+০৩:০০ ) দ্বারা গ্রীষ্মকালে দেওয়া হয়। [১]

২০১৬ সালে, উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্রের দ্বারা দখলকৃত উত্তর অংশটি শীতকালে সাইপ্রাস প্রজাতন্ত্রের জন্য আলাদা সময় ছিল, যার অর্থ এটি তুরস্ক মান সময়কে অনুসরণ করছিল যা ২০১৬ সালের গ্রীষ্ম থেকে শুরু করে সারা বছর UTC+3 থাকে। [২] অক্টোবর ২০১৭ থেকে এটি সাইপ্রাসের বাকি অংশের মতো একই সময় মেনে চলে, যার অর্থ গ্রীষ্মকালে DST কিন্তু শীতকালে নয়। এটি তুরস্কের শীতকালীন সময় থেকে ভিন্ন। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]