সাইদা ইমতিয়াজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাইদা ইমতিয়াজ ( উর্দু: سعیدہ امتیاز‎‎) হলেন পাকিস্তানের একজন মডেল এবং অভিনেত্রী

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ইমতিয়াজ স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সমাজবিজ্ঞানে (ঐচ্ছিক মনোবিজ্ঞানসহ) স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তার আটজন ভাইবোন রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

কর্মজীবন[সম্পাদনা]

সাইদা ইমতিয়াজ ২০১৩ সাল থেকে শুরু করে প্রদর্শনী এবং ফটোশ্যুট উভয় ক্ষেত্রেই মডেল হিসেবে কাজ করেছেন। তিনি অভিনয় শুরু করার পর থেকেই তার কর্মজীবনের এই দিকটি অব্যাহত রেখেছেন[তথ্যসূত্র প্রয়োজন], তবে ২০১৮ সালে বলা হয়েছিল যে তিনি মডেলিংয়ে ইস্তফা দিয়েছেন।[১]

২০১২ সালে তিনি একটি দ্বিভাষিক পাকিস্তানি চলচ্চিত্র কাপ্তান: দ্য মেকিং অফ এ লিজেন্ড-এ কাজ করেছিলেন যা পাকিস্তানে শুটিং করা হয়েছিল।[২] এটি ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর ইমরান খানের জীবনী এবং জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এতে তিনি ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা খানের ভূমিকায় অভিনয় করেছেন।

সাইদা ইমতিয়াজ ২০১৮ সালের জুন মাসে মুক্তিপ্রাপ্ত এবং জাভেদ শেখ পরিচালিত ও প্রযোজিত পাকিস্তানি চলচ্চিত্র ওয়াজুদ-এ অভিনয় করেছেন।[৩][৪] তিনি এআরওয়াই ডিজিটালের সিটকম টিমি জি রিলোডেড-এর ১৮ ফেব্রুয়ারি ২০১২ পর্বে অতিথি অভিনেত্রী হিসাবেও উপস্থিত হয়েছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা ভাষা
আসন্ন কপ্তান: দ্য মেকিং অফ এ লিজেন্ড জেমিমা খান
২০১৮ রেড্রাম - এ টেইল অফ মার্ডার আড়িকা হিন্দি
২০১৮ ওয়াজুদ আরজু উর্দু
২০১৯ থোরি সেটিং থোরা পেয়ার [৫] আমল উর্দু

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Asim, Ambreen (29 June 2018) "Saeeda Imtiaz - On Her Foray Into Acting, Films, Her Life And Personal Choices" MAG: The Weekly
  2. Piyali Dasgupta (২০১১-০৮-১৬)। "Kaptaan: A movie on Imran Khan"The Times of India। ২০১৩-১০-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১১ 
  3. Ahmed Sarym (২০ জুন ২০১৭)। "Taking Pakistani cinema forward"The News। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭ 
  4. Mengal, Maleeha (জুন ২৬, ২০১৮)। "Movie Review: Wajood – an existence of cinematic failure"Pakistan Today। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  5. Haq, Irfan Ul (৯ ফেব্রুয়ারি ২০১৯)। "Saeeda Imtiaz will star in a romantic comedy with Yasir Shah"Dawn Images (ইংরেজি ভাষায়)।