সহকারী কমিশনার (বাংলাদেশ)
বাংলাদেশে সহকারী কমিশনার হলো বাংলাদেশের প্রশাসনিক পরিষেবার মাঠ প্রশাসনের (বিসিএস প্রশাসন ক্যাডার) প্রবেশ স্তরের পদ। বিসিএস পুলিশে সমতুল্য পদমর্যাদা হলো সহকারী পুলিশ সুপার।[১] একজন সহকারী কমিশনার হিসেবে যোগদানের জন্য একজন ব্যক্তিকে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার তিনটি ধাপে উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশের একটি সাংবিধানিক সংস্থা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে সুপারিশ পেতে হবে।[২] প্রশাসনের একজন সহকারী কমিশনার একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেন এবং তাদের নিজ নিজ এখতিয়ারে নির্বাহী এবং সীমিত বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সাধারণত সহকারী কমিশনারবৃন্দ জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত থাকেন। একজন সহকারী কমিশনার মাঠ প্রশাসনের নানাবিধ দায়িত্ব পালনের পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ৩৭তম বিসিএস পরীক্ষা ২০১৬ (পিডিএফ)। Bangladesh Public Service Commission। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৬।
- ↑ সৈয়দ গিয়াসউদ্দিন আহমদ (২০১২)। "বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।