সর্ব-ভারতীয় শিয়া ব্যক্তিগত আইন বোর্ড
অবয়ব
প্রতিষ্ঠাতা(গণ) | মির্জা মোহাম্মদ আতহার |
---|---|
প্রতিষ্ঠিত | মে, ২০০৫ |
উদ্দেশ্য | ভারতে শিয়া মুসলিমদের অধিকারের প্রতিনিধিত্ব |
সভাপতি | মির্জা মোহাম্মদ আতহার |
চেয়ারম্যান | কালবে সাদিক |
প্রধান | ইয়াসুব আব্বাস |
অবস্থান | |
ওয়েবসাইট | https://aisplb.com/ |
সর্ব-ভারতীয় শিয়া ব্যক্তিগত আইন বোর্ড (ইংরেজি: All India Shia Personal Law Board, সংক্ষেপে AISPLB) হলো ভারতে বসবাসরত শিয়া মতাদর্শীদের অধিকারের প্রতিনিধিত্ব করার জন্য ২০০৫ সালের জানুয়ারিতে গঠিত একটি সংস্থা।[১] এটা আলোচিত হয়েছিল যে বর্তমান সর্ব-ভারতীয় শিয়া ব্যক্তিগত আইন বোর্ড (AIMPLB) ভারতের শিয়া মুসলমানদের মতামতকে অবহেলা করছে। সর্ব-ভারতীয় শিয়া ব্যক্তিগত আইন বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা কালবে সাদিক।[২][৩]
শিয়া বোর্ডের সদস্য
[সম্পাদনা]- চেয়ারম্যান
- মাওলানা কালবে সাদিক
- ধর্মীয় উপদেষ্টা
- আয়াতুল্লাহ সৈয়দ মোহাম্মদ জাফর রিজভী (দাম ই জাল্লাহু)- প্রিন্সিপাল সুলতান উল মাদারিস লখনউ
- মাওলানা সৈয়দ আলী তাকভি (দিল্লী)- ইমাম-ই-জুমা (নাম)|জুমা শিয়া জামা মসজিদ, দিল্লি
- মাওলানা সৈয়দ গোলাম হুসাইন রাজা আগা (হায়দরাবাদ)
- মাওলানা সৈয়দ মোহাম্মদ তাকি রিজভী (লখনউ, উত্তরপ্রদেশ)
- মাওলানা মাহমুদুল হাসান খান (জৌনপুর, উত্তরপ্রদেশ) প্রাক্তন অধ্যক্ষ হাওজাহ ইলমিয়া নাসির্য
- মাওলানা তাকি-উল-হায়দারি (ফৈজাবাদ)- অধ্যক্ষ ওয়াসিকা আরাবিয়া কলেজ
- প্রেসিডেন্ট
- খতীব-ই-আকবর মাওলানা মির্জা আতহার (লখনউ)
- সহ - সভাপতি
- মাওলানা সৈয়দ আলী তাকভী (দিল্লি)- ইমাম-ই-জুমা শিয়া জামে মসজিদ দিল্লি
- মাওলানা সৈয়দ মোহাম্মদ তকী রিজভী (লখনউ)
- মাওলানা সৈয়দ সাইম মেহেদী (লখনউ)
- সাধারণ সম্পাদক
- মাওলানা সৈয়দ গোলাম হুসাইন রাজা আগা (হায়দরাবাদ)
- সচিবগণ
- মাওলানা সৈয়দ শরাফত হুসাইন কাজমী (মিরাট)
- ডাঃ. সৈয়দ সাদিক নকভি (হায়দরাবাদ)
- মাওলানা সৈয়দ জহির আব্বাস (মুম্বাই)
- মাওলানা ডক্টর মোহাম্মদ রেজা (লখনউ)
- যুগ্ম সচিবগণ
- মাওলানা জহির আহমদ ইফতিখারি (লখনউ)
- মাওলানা আলী হোসেন কুম্মী (লখনউ)
- মাওলানা সৈয়দ আব্বাস ইরশাদ নকভি (লখনউ)
- শিকোহ আজাদ (লখনউ)
- অর্থ সচিব
- অ্যাডভোকেট মোবারক হোসেন (লখনউ)
- কোষাধ্যক্ষ
- অধ্যাপক এস এম সাঈদ
- প্রতিষ্ঠাতা সদস্য
- হাশিম জাইদি
- ২০০৫ সালের ডিসেম্বরে সংগঠনটির সহ-সভাপতি, মাওলানা ইঞ্জিনিয়ার কাদিম হোসেন মারা যান।
- ২০০৭ সালের মার্চে সংগঠনটির মুম্বাই অঞ্চলের সভাপতি সৈয়দ মোহাম্মদ নবাব জাইদি মারা যান।
- ২৬ জানুয়ারী, ২০১০ তারিখে সংগঠনটির ধর্মীয় উপদেষ্টা আয়াতুল্লাহ মাওলানা সৈয়দ মোহাম্মদ জাফর রিজভী লখনউ শহরে মারা যান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mukerjee, Sutapa (ফেব্রুয়ারি ৯, ২০০৫)। "India's Muslims face up to rifts"। BBC NEWS। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২৩।
- ↑ "Shia cleric Maulana Kalbe Sadiq slams RSS chief Mohan Bhagwat on conversion issue"। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭।
- ↑ TwoCircles.net। "Interview with Maulana Kalbe Sadiq, Shia scholar - TwoCircles.net"। twocircles.net। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭।