বিষয়বস্তুতে চলুন

সর্ব-ভারতীয় শিয়া ব্যক্তিগত আইন বোর্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সর্ব-ভারতীয় শিয়া ব্যক্তিগত আইন বোর্ড
সর্ব-ভারতীয় শিয়া ব্যক্তিগত আইন বোর্ডের লোগো
প্রতিষ্ঠাতা(গণ)মির্জা মোহাম্মদ আতহার
প্রতিষ্ঠিতমে, ২০০৫
উদ্দেশ্যভারতে শিয়া মুসলিমদের অধিকারের প্রতিনিধিত্ব
সভাপতিমির্জা মোহাম্মদ আতহার
চেয়ারম্যানকালবে সাদিক
প্রধানইয়াসুব আব্বাস
অবস্থান
ওয়েবসাইটhttps://aisplb.com/

সর্ব-ভারতীয় শিয়া ব্যক্তিগত আইন বোর্ড (ইংরেজি: All India Shia Personal Law Board, সংক্ষেপে AISPLB) হলো ভারতে বসবাসরত শিয়া মতাদর্শীদের অধিকারের প্রতিনিধিত্ব করার জন্য ২০০৫ সালের জানুয়ারিতে গঠিত একটি সংস্থা।[] এটা আলোচিত হয়েছিল যে বর্তমান সর্ব-ভারতীয় শিয়া ব্যক্তিগত আইন বোর্ড (AIMPLB) ভারতের শিয়া মুসলমানদের মতামতকে অবহেলা করছে। সর্ব-ভারতীয় শিয়া ব্যক্তিগত আইন বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা কালবে সাদিক[][]

শিয়া বোর্ডের সদস্য

[সম্পাদনা]
  • চেয়ারম্যান
মাওলানা কালবে সাদিক
  • ধর্মীয় উপদেষ্টা
আয়াতুল্লাহ সৈয়দ মোহাম্মদ জাফর রিজভী (দাম ই জাল্লাহু)- প্রিন্সিপাল সুলতান উল মাদারিস লখনউ
মাওলানা সৈয়দ আলী তাকভি (দিল্লী)- ইমাম-ই-জুমা (নাম)|জুমা শিয়া জামা মসজিদ, দিল্লি
মাওলানা সৈয়দ গোলাম হুসাইন রাজা আগা (হায়দরাবাদ)
মাওলানা সৈয়দ মোহাম্মদ তাকি রিজভী (লখনউ, উত্তরপ্রদেশ)
মাওলানা মাহমুদুল হাসান খান (জৌনপুর, উত্তরপ্রদেশ) প্রাক্তন অধ্যক্ষ হাওজাহ ইলমিয়া নাসির্য
মাওলানা তাকি-উল-হায়দারি (ফৈজাবাদ)- অধ্যক্ষ ওয়াসিকা আরাবিয়া কলেজ


  • প্রেসিডেন্ট
খতীব-ই-আকবর মাওলানা মির্জা আতহার (লখনউ)
  • সহ - সভাপতি
মাওলানা সৈয়দ আলী তাকভী (দিল্লি)- ইমাম-ই-জুমা শিয়া জামে মসজিদ দিল্লি
মাওলানা সৈয়দ মোহাম্মদ তকী রিজভী (লখনউ)
মাওলানা সৈয়দ সাইম মেহেদী (লখনউ)
  • সাধারণ সম্পাদক
মাওলানা সৈয়দ গোলাম হুসাইন রাজা আগা (হায়দরাবাদ)
  • সচিবগণ
মাওলানা সৈয়দ শরাফত হুসাইন কাজমী (মিরাট)
ডাঃ. সৈয়দ সাদিক নকভি (হায়দরাবাদ)
মাওলানা সৈয়দ জহির আব্বাস (মুম্বাই)
মাওলানা ডক্টর মোহাম্মদ রেজা (লখনউ)
  • যুগ্ম সচিবগণ
মাওলানা জহির আহমদ ইফতিখারি (লখনউ)
মাওলানা আলী হোসেন কুম্মী (লখনউ)
মাওলানা সৈয়দ আব্বাস ইরশাদ নকভি (লখনউ)
শিকোহ আজাদ (লখনউ)
  • অর্থ সচিব
অ্যাডভোকেট মোবারক হোসেন (লখনউ)
  • কোষাধ্যক্ষ
অধ্যাপক এস এম সাঈদ
  • প্রতিষ্ঠাতা সদস্য
হাশিম জাইদি
  • ২০০৫ সালের ডিসেম্বরে সংগঠনটির সহ-সভাপতি, মাওলানা ইঞ্জিনিয়ার কাদিম হোসেন মারা যান।
  • ২০০৭ সালের মার্চে সংগঠনটির মুম্বাই অঞ্চলের সভাপতি সৈয়দ মোহাম্মদ নবাব জাইদি মারা যান।
  • ২৬ জানুয়ারী, ২০১০ তারিখে সংগঠনটির ধর্মীয় উপদেষ্টা আয়াতুল্লাহ মাওলানা সৈয়দ মোহাম্মদ জাফর রিজভী লখনউ শহরে মারা যান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Mukerjee, Sutapa (ফেব্রুয়ারি ৯, ২০০৫)। "India's Muslims face up to rifts"। BBC NEWS। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২৩ 
  2. "Shia cleric Maulana Kalbe Sadiq slams RSS chief Mohan Bhagwat on conversion issue"। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭ 
  3. TwoCircles.net। "Interview with Maulana Kalbe Sadiq, Shia scholar - TwoCircles.net"twocircles.net। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭