বিষয়বস্তুতে চলুন

সরকারি আলিমুদ্দিন কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ
প্রাক্তন নামসমূহ
সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ
নীতিবাক্যপড় তোমার প্রভুর নামে
ধরনসরকারি
স্থাপিত১৯৭০
অধ্যক্ষপ্রফেসর মোঃ লুৎফর রহমান (আইভি নম্বর-০০৪৮৭৬)
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১৬০
শিক্ষার্থী১০,০০০
অবস্থান
রংপুর
,
শিক্ষাঙ্গনউপজেলা সদরে
সংক্ষিপ্ত নামGADC
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন , ভলিবল, দাবা, টেবিল টেনিস

সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়।

ইতিহাস

[সম্পাদনা]

সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ১৯৭০ সালে মরহুম আলিমুদ্দিন এর ছেলে মরহুম আছিমুদ্দিন আহমেদ প্রতিষ্ঠা করেন। কলেজটি ০৮/০৮/২০১৮ খ্রি. সরকারিকরণ করা হয়। এলাকার জীবনমান উন্নয়নে বিশেষ ভুমিকা রাখে প্রতিষ্ঠানটি। বর্তমান এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার এর মত। অত্র এলাকার জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোতাহার হোসেন, এমপি মহোদয়ের এর হাত ধরে কলেজটি শতভাগ ডিজিটালাইজেশন কাজ সম্পন্ন হয়েছে । এই কলেজে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে। তাছাড়াও প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস কার্যক্রম চালু আছে।