সরকারি আলিমুদ্দিন কলেজ
প্রাক্তন নামসমূহ | আলিমুদ্দিন ডিগ্রী কলেজ |
---|---|
নীতিবাক্য | পড় তোমার প্রভুর নামে |
ধরন | সরকারি |
স্থাপিত | ১৯৭০ |
অধ্যক্ষ | আনিছার রহমান (ভারপ্রাপ্ত) |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ২০০ |
শিক্ষার্থী | ১০,০০০ |
অবস্থান | রংপুর , |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | GAC |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন , ভলিবল, দাবা, টেবিল টেনিস |
সরকারি আলিমুদ্দিন কলেজ লালমনিরহাট জেলার হাতিবান্ধায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়।
ইতিহাস[সম্পাদনা]
সরকারি আলিমুদ্দিন কলেজটি ১৯৭০ সালে মরহুম আলিমুদ্দিন এর ছেলে মরহুম আছিমুদ্দিন আহমেদ প্রতিষ্ঠা করেন। অত্র এলাকার জীবনমান উন্নয়নে বিশেষ ভুমিকা রাখেন প্রতিষ্ঠানটি। বর্তমান এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার এর মত। অত্র এলাকার জননেতা মোতাহার হোসেন এর হাত ধরে কলেজটি শতভাগ ডিজিটালাইজেশন কাজ সম্পন্ন করেছে। এই কলেজে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে। তাছাড়াও প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএবিএসএস কার্যক্রম চালু আছে।