সয়ুজ টি-১১
সয়ুজ টি-১১ | |||||
---|---|---|---|---|---|
সিওএসপিএআর আইডি | ১৯৮৪-০৩২এ | ||||
এসএটিসিএটি নং | ১৪৮৭২ | ||||
অভিযানের সময়কাল | ১৮১ দিন ২১ ঘণ্টা ৪৮ মিনিট | ||||
সম্পূর্ণকৃত কক্ষপথ আবর্তনসংখ্যা | ~২,৯৩৫ | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযানের ধরন | সয়ুজ-টি | ||||
প্রস্তুতকারক | এনপিও এনের্গিয়া | ||||
উৎক্ষেপণ ভর | ৬,৮৫০ কিলোগ্রাম (১৫,১০০ পা) | ||||
অবতরণ ভর | ২,৮০০ কিলোগ্রাম (৬,২০০ পা) | ||||
মহাকাশচারী | |||||
মহাকাশচারীর আকার | ৩টি | ||||
উৎক্ষেপণ | ইউরি মালিশেভ গেন্নাদি স্ত্রেকালভ রাকেশ শর্মা | ||||
অবতরণ | লেওনিদ কিজিম ভ্লাদিমির সলোভিয়ভ ওলেগ আতকভ | ||||
কলসাইন | জুপিটার | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | তারিখ চেনা যায়নি। বছরে অবশ্যই ৪টি সংখ্যা থাকতে হবে (<১০০০ বছরের জন্য শুরুতে শূন্য ব্যবহার করুন)। ইউটিসি | ||||
উৎক্ষেপণ রকেট | সয়ুজ-ইউ | ||||
উৎক্ষেপণ স্থান | বাইকনুর ৩১/৬ | ||||
অভিযানের সমাপ্তি | |||||
অবতরণের তারিখ | তারিখ চেনা যায়নি। বছরে অবশ্যই ৪টি সংখ্যা থাকতে হবে (<১০০০ বছরের জন্য শুরুতে শূন্য ব্যবহার করুন)। ইউটিসি | ||||
অবতরণের স্থান | আর্কালিক থেকে ৪৬ কিলোমিটার (২৯ মা) পূর্ব | ||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | ভূকেন্দ্রিক | ||||
আমল | নিম্ন ভূ-কক্ষপথ | ||||
অনুভূ | ১৯৫ কিলোমিটার (১২১ মা) | ||||
অ্যাপোভূ | ২২৪ কিলোমিটার (১৩৯ মা) | ||||
নতি | ৫১.৬ ডিগ্রি | ||||
পর্যায় | ৮৮.৭ মিনিট | ||||
সালিয়ুত ৭-এর সাথে ডকিং | |||||
রাকেশ শর্মা, ইউরি মালিশেভ ও গেন্নাদি স্ত্রেকালভ
|
সয়ুজ টি-১১ সোভিয়েত সালিয়ুত ৭ মহাকাশ স্টেশনের ষষ্ঠ অভিযান, যা ১৯৮৪ সালে প্রথম ভারতীয় নভোচারী সহ আরো দুইজন সোভিয়েত নভোচারীদের বহন করেছিল।
অক্টোবর ১৯৮৪-এ সয়ুজ টি-১১ আনডক হওয়ার পর সালিয়ুত ৭ স্টেশন জনশূন্য হয়ে গিয়েছিল এবং তখন সেখানে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল। পরে জুন ১৯৮৫-এ সয়ুজ টি-১৩ অভিযানের সদস্যদের হাতে করে স্টেশনের সাথে ডক করতে হয়েছিল এবং স্টেশনটির মেরামতি করতে হয়েছিল।
ক্রু
[সম্পাদনা]অবস্থান | উৎক্ষেপণ কর্মী | অবতরণ কর্মী |
---|---|---|
কমান্ডার | ইউরি মালিশেভ দ্বিতীয় ও শেষবার মহাশূন্যে যাত্রা সোভিয়েত ইউনিয়ন |
লেওনিদ কিজিম দ্বিতীয় মহাশূন্যে যাত্রা সোভিয়েত ইউনিয়ন |
ফ্লাইট ইঞ্জিনিয়ার | গেন্নাদি স্ত্রেকালভ তৃতীয় মহাশূন্যে যাত্রা সোভিয়েত ইউনিয়ন |
ভ্লাদিমির সলোভিয়ভ প্রথম মহাশূন্যে যাত্রা সোভিয়েত ইউনিয়ন |
গবেষণা নভোচারী | রাকেশ শর্মা একমাত্র মহাশূন্যে যাত্রা ভারত |
ওলেগ আতকভ একমাত্র মহাশূন্যে যাত্রা সোভিয়েত ইউনিয়ন |
আপৎকালীন ক্রু
[সম্পাদনা]অবস্থান | কর্মী | |
---|---|---|
কমান্ডার | আনতোলি বেরেজোভয় সোভিয়েত ইউনিয়ন | |
ফ্লাইট ইঞ্জিনিয়ার | গেওর্গি গ্রেচকো সোভিয়েত ইউনিয়ন | |
গবেষণা নভোচারী | রবীশ মালহোত্রা ভারত |
অভিযানের প্যারামিটার
[সম্পাদনা]- ভর: ৬৮৫০ কিলোগ্রাম
- পরভূ: ১৯৫ কিলোমিটার
- অপভূ: ২২৪ কিলোমিটার
- নতিকোণ: ৫১.৬°
- পর্যায়কাল: ৮৮.৭ মিনিট
অভিযানের সারসংক্ষেপ
[সম্পাদনা]ভারতীয় নভোচারী রাকেশ শর্মা ৭ দিন ২১ ঘণ্টা ও ৪০ মিনিট ধরে সালিউত ৭ মহাকাশ স্টেশনে ছিলেন। তিনি ভারতকে কেন্দ্র করে এক পৃথিবী পর্যবেক্ষণ কর্মসূচি পরিচালনা করেছিলেন। তিনি সিলিসিয়াম ফিউজিং পরীক্ষাসহ জীববিজ্ঞান ও পদার্থ প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করেছিলেন। এছাড়া দীর্ঘক্ষণ ধরে কক্ষীয় মহাকাশ যাত্রার কুপ্রভাবের মোকাবিলার জন্য তিনি যোগাসন করেছিলেন বলে জানা যায়।[১][২]
১৯৮৪ সালের ১১ এপ্রিলে সয়ুজ টি-১১ মহাকাশযানের উৎক্ষেপণ নভোচারী মালিশেভ, স্ত্রেকালভ ও শর্মা সয়ুজ টি-১০ মহাকাশযানে করে মহাকাশ থেকে ফিরে এসেছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Spacefacts.de"।
- ↑ "Yoga In Space? Rakesh Sharma On Being The World's First 'Antariksh Yogi'"। NDTV.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৬।