সমীর তাঁতী
সমীর তাঁতী (জন্ম ৬ ফেব্রুয়ারি ১৯৫৫) ভারতের একজন অসমীয়া ভাষার কবি। তিনি ২০১২ সালের আসাম উপত্যকা সাহিত্য পুরস্কার বিজয়ী।[১]
জীবনী
[সম্পাদনা]সমীর তাঁতি ভারতের আসাম-এর কারবি আংলং জেলা-এর মিকিরচাং চা বাগানের বেহোরায় ১৯৫৫ সালের ৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।[২] তিনি বিহোরা মিকিরচাং পি তে অধ্যয়ন করেন গোলাঘাট প্রাথমিক বিদ্যালয়, হাফলং সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, দেরগাঁও কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি। গুয়াহাটির একটি ইংরেজি দৈনিক পত্রিকায় অনুবাদক হিসেবে কাজ করার আগে সরাইঘাট কলেজের ফ্যাকাল্টি সদস্য এবং তারপর আসাম সরকারের পর্যটন বিভাগে ট্যুরিস্ট ইনফরমেশন অফিসার হিসেবে।
কাজ
[সম্পাদনা]সমীর তাঁতি চৌদ্দটি কবিতার বই, চারটি সমালোচনামূলক প্রবন্ধ এবং আফ্রিকান ও জাপানি বইয়ের দুটি অনুবাদ লিখেছেন। তিনি দুটি ছোট গল্প সংকলনও সম্পাদনা করেছেন।[৩] তার কাজের মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য দূর করার চেষ্টা করেন।[৪] ভারতীয় কবিতা উৎসব (১৯৮৭), এশিয়ান পোয়েট্রি ফেস্টিভ্যাল (১৯৮৮) এবং ওয়ার্ল্ড পোয়েট্রি ফেস্টিভ্যাল (১৯৮৯) এর মতো বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তিনি তার কবিতা উপস্থাপন করেছেন।
পুরস্কার
[সম্পাদনা]- ২০১২ :- আসাম উপত্যকা সাহিত্য পুরস্কার
- ২০১৬ :- পদ্মনাথ বিদ্যাবিনোদ সাহিত্য পুরস্কার
- ২০১৭ :- রমানাথ ভট্টাচার্য ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার
- ২০১৯ :- তার "কায়কলপার বেলা" বইয়ের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত
গ্রন্থাবলী
[সম্পাদনা]- ১৯৮৫ :- যুদ্ধ ভূমির কবিতা
- শোকাকুল উপত্যকা
- তেজ আন্ধারোর নাও
- সোময়, সবদা, সপন
- ২০০১ :- কদম ফুলের রাতি
- ২০১২ :- আনন্দ আরু বেদোনার বৈভাব
- ২০১৩ :- বিষাদ সঙ্গীত
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সমীর তাঁতীকে আসাম ভ্যালি সাহিত্য পুরস্কার"। The Economic Times। ৩০ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২।
- ↑ "সর্বহারা হৃদয়ে শ্লোক: সমীর তাঁতির সাথে সাক্ষাৎকার"। টেলিগ্রাফ ইন্ডিয়া। ২১ মে ২০০৪। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২।
- ↑ "পরমানন্দের চেতনায় যাত্রা : বিশিষ্ট অসমীয়া কবি সমীর তাঁতির সাথে কথোপকথন"। দ্য সেন্টিনেল। ১৮ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২।
- ↑ "সমীর তাঁতীকে আসাম ভ্যালি পুরস্কার"। দ্য ইকোনমিক টাইমস। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২।