সভেৎলানা কারানিনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সভেৎলানা কারানিনা
সভেৎলানা কারানিনা বিমান থেকে নামছেন
জন্ম (1968-12-28) ২৮ ডিসেম্বর ১৯৬৮ (বয়স ৫৫)
শুচিনস্ক, কাজাখস্তান
জাতীয়তাসোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নরাশিয়া রাশিয়া
সন্তান
ওয়েবসাইটsvetlana-kapanina.ru

সভেৎলানা কারানিনা (শুচিনস্ক, কাজাখস্তান)রুশ বিমানচালক।[১]

জীবনী[সম্পাদনা]

১৯৬৮ সালে কাজাখস্তানের শুচিনস্কে জন্ম সভেৎলানা। কালুগা অ্যারোনটিক্যাল কারিগরি বিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে ১৯৮৮ সালে প্রথম তিনি আকাশে ওড়েন।[২]

বর্তমানে স্বামী ও দুই সন্তান নিয়ে মস্কোতে বসবাস করছেন এই নারী বিমানচালক।[১]

অর্জন[সম্পাদনা]

ফেডারেশন অ্যারোনটিক ইন্টারন্যাশনাল (এফএআই) ওয়ার্ল্ড অ্যারোবেটিক চ্যাম্পিয়নশিপে পাঁচবারের চ্যাম্পিয়ন রুশ নারী বিমানচালক সভেৎলানা কারানিনা।[২] মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় একমাত্র প্রতিযোগী হিসেবে এতবার চ্যাম্পিয়ন হওয়া প্রথম ব্যক্তি সভেৎলানা। পাশাপাশি ওয়ার্ল্ড এয়ার গেমসে দুবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।[৩]

যৌথভাবেও একাধিক পুরস্কার রয়েছে সভেৎলানা কারানিনার। দুই সহযোগী মিখাইল মামিস্তভ ও আলেগ স্পোলিয়ানস্কিসহ ১৬তম এফএআই ইউরোপিয়ান অ্যারোবেটিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতেন।[৪]

পুরস্কার[সম্পাদনা]

১৯৯৭ সালে এফএআই থেকে ডিপ্লোমা নেন।[২] ২০০৫ সালে তিনি এফএআই শতবার্ষিকী পদক সাবিহা গকচেন পান।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Haute Voltige: pilot profile of Svetlana Kapanina ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জানুয়ারি ২০০৮ তারিখে - accessed February 2008
  2. FAI Awards received by Svetlana Kapanina ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে - accessed February 2008
  3. 19th FAI World Grand Prix / Report #2 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ ডিসেম্বর ২০০৩ তারিখে - accessed February 2008
  4. EAC2008 results ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ নভেম্বর ২০০৮ তারিখে - accessed 2008-07-21
  5. FAI Centennial ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে - accessed February 2008

বহিঃসংযোগ[সম্পাদনা]

ভিডিও[সম্পাদনা]

টেমপ্লেট:Aerobatics