সন্তু জহরমল সাহনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সন্তু জহরমল সাহনি ছিলেন একজন ভারতীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি সেবা (আইওএফএস ) আধিকারিক। তিনি ভারতীয় অর্ডন্যান্স ফ্যাক্টরির প্রথম ভারতীয় মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। [১] ১৯৬২ খ্রিস্টাব্দে ভারত-চীন যুদ্ধ এবং ১৯৬৫ খ্রিস্টাব্দের ভারত -পাকিস্তান যুদ্ধে অবদানের জন্য তিনি যথাক্রমে ১৯৬২ খ্রিস্টাব্দে পদ্মশ্রী এবং ১৯৬৫ খ্রিস্টাব্দে পদ্মভূষণে ভূষিত হন। [২][৩][৪] তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন [৪] তিনি মাত্র আটচল্লিশ বৎসর বয়সে মারা যান। তাঁর কনিষ্ঠ ভ্রাতা রাম সাহানি ছিলেন ভারতীয় গাড়ি প্রস্তুতকারক অশোক লেল্যান্ডের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক [৫] এবং তার আর এক অনুজ পদ্মশ্রী প্রাপক ভগবান সাহানি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এবং কোটার ইন্সট্রুমেন্টেশন লিমিটেড-এর সভাপতি। [৬] তারা তিন ভাইই ইংল্যান্ডে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Extraordinary Gazette of India, 1965-10-27, Extra Ordinary"। ২৭ অক্টোবর ১৯৬৫ – Internet Archive-এর মাধ্যমে। 
  2. https://www.mha.gov.in/sites/default/files/Year_Wise_main_25042017_0.pdf [অনাবৃত ইউআরএল পিডিএফ]
  3. https://hslvizag.in/WriteReadData/userfiles/file/AnnualReports/67AR_2018-19_E.pdf [অনাবৃত ইউআরএল পিডিএফ]
  4. "Sindhi Personalities – Indian Institute of Sindhology" 
  5. "Ram Shahaney, former Chairman of Ashok Leyland, passes away"। ৮ সেপ্টেম্বর ২০২০। 
  6. "Padma Awards | Interactive Dashboard"