সকল যুদ্ধের যবনিকাপাতে যুদ্ধ
"সকল যুদ্ধের যবনিকাপাতে যুদ্ধ" (ইংরেজি: "The war to end all wars")[১] হচ্ছে ১৯১৪ থেকে ১৯১৮ সাল অবধি স্থায়ী হওয়া প্রথম বিশ্বযুদ্ধের একটি পদবাচ্য; যার উৎপত্তির উদ্দেশ্য মৌলিক অর্থের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও প্রকৃতপক্ষে যুদ্ধের সমাপ্তি না ঘটায় বর্তমানে এটি ব্যাঙ্গাত্মক অর্থে ব্যবহৃত হয়।[২]
উদ্ভব
[সম্পাদনা]প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময়ে ১৯১৪ সালের আগষ্ট মাস জুড়ে ব্রিটিশ লেখক এবং সাংবাদিক এইচ জি ওয়েলস লণ্ডন পত্রিকায় একাধিক নিবন্ধ লিখেন যা পরবর্তীতে "দ্য ওয়ার দ্যাট উইল এন্ড ওয়্যার" নামে প্রকাশিত হয়।[৩] ওয়েলস এগিয়ে আসা যুদ্ধের জন্য কেন্দ্রীয় শক্তিকে দায়ী করে যুক্তি উপস্থাপন করে বলেন শুধুমাত্র জার্মান সেনাবাহিনীর পরাজয় ঘটলেই এই যুদ্ধের অবসান হবে[৪] প্রথম বিশ্বযুদ্ধের সময় এটা বহুল প্রচলিত প্রবাদে পরিণত হয়।[৪]
পরবর্তী বছরগুলোতে এই পদবাচ্য উড্রো উইলসনের সাথে ঘনিষ্ঠভাবে জুড়ে যায়ঃ যদিও তিনি এই পদবাচ্যকে একবার মাত্র ব্যবহার করেছিলেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ The war to end all wars BBC News 10 November 1998
- ↑ Safire, William (২০০৮)। Safire's Political Dictionary। Oxford University Press US। পৃষ্ঠা 792–3। আইএসবিএন 978-0-19-534334-2। সংগ্রহের তারিখ ২০১০-০৮-২৪।
- ↑ Wagar, W. Warren (২০০৪)। H.G. Wells: Traversing Time। Wesleyan University Press। পৃষ্ঠা 147। আইএসবিএন 978-0-8195-6725-3। সংগ্রহের তারিখ ২০১০-০৮-২৪।
- ↑ ক খ Rempel, Richard A., সম্পাদক (২০০৩)। The Collected Papers of Bertrand Russell। Routledge। পৃষ্ঠা 10। আইএসবিএন 978-0-415-10463-0। সংগ্রহের তারিখ ২০১০-০৮-২৪।
- ↑ Jamieson, Kathleen Hall (১৯৯০)। Eloquence in an Electronic Age: The Transformation of Political Speechmaking। Oxford University Press US। পৃষ্ঠা 99। আইএসবিএন 978-0-19-506317-2। সংগ্রহের তারিখ ২০১০-০৮-২৪।