সওয়াব (পাকিস্তানি ধারাবাহিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সওয়াব
সওয়াব ধারাবাহিকের প্রচ্ছদ
ধরনপারিবারিক নাটক
ধারাবাহিক নাটক
নির্মাতানূর-উল-হুদা শাহ
লেখকগজালা নকভি
পরিচালকফুরকান টি. সিদ্দিকী
অভিনয়েসানা নওয়াজ
আবিদ আলী
সামিনা আহমেদ
সোহেল সমীর
ইয়াসরা রিজভী
খালিদ মালিক
আবহ সঙ্গীত রচয়িতাসবুর খান
উদ্বোধনী সঙ্গীতসাইয়া, রচনায়:
ফরিদ আয়াজ
আবু মুহাম্মদ
সুরকারওয়াকার আলী
মূল দেশপাকিস্তান
মূল ভাষাউর্দু
পর্বের সংখ্যা৩০
নির্মাণ
নির্বাহী প্রযোজকহাম টিভি:
মুমিনা দুরাইদ
সৈয়দ মুখতার আহমেদ
হাম সিতারা:
নিদা নাদিম
চিত্রগ্রাহকবাবর আকবর
সম্পাদকরিজওয়ান ইব্রাহিম
ক্যামেরা সেটআপএকক ক্যামেরা
ব্যাপ্তিকাল১৫ - ৩৫ মিনিট
নির্মাণ কোম্পানিএমডি প্রোডাকশনস
মুক্তি
মূল নেটওয়ার্কহাম সিতারা
অডিওর ফরম্যাটস্টেরিও
মূল মুক্তির তারিখ১৮ জুন ২০১৫ (2015-06-18) –
১৭ জুলাই ২০১৫ (2015-07-17)
বহিঃসংযোগ
হাম সিতারা
এমডি প্রোডাকশনস

সওয়াব (উর্দু: ثواب‎‎ / আরবি: ثواب; অর্থ: প্রতিদান) হলো একটি পাকিস্তানি রমজান বিশেষ ধারাবাহিক নাটক, যা মূলত হাম সিতারায় ২০১৫ সালের ১৮ জুন থেকে ১৭ জুলাই এবং তারপরে ২০১৬ সালের ৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত প্রধান চ্যানেল হাম টিভিতে সম্প্রচারিত হয়েছিল। নূর-উল-হুদা শাহ নির্বাহী প্রযোজক এবং নির্মাতা হিসাবে কাজ করেছেন, এটি পরিচালনা করেছেন ফুরকান টি. সিদ্দিকী, চিত্রনাট্য রচনা করেছেন গজালা নকভি এবং মুমিনা দুরাইদ তার প্রতিষ্ঠান এমডি প্রোডাকশন্সের অধীনে প্রযোজনা করেছেন। এতে সানা নওয়াজ, আবিদ আলী, সামিনা আহমেদ, সোহেল সমীর, ইয়াসরা রিজভী এবং খালিদ মালিক মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।[১]

পটভূমি[সম্পাদনা]

নিমরা বড় যৌথ পরিবারে বাস করা এক অল্পবয়সী গৃহবধূ। শ্বশুরের একমাত্র পুত্রবধূ হওয়ার কারণে রমজানে তিনি তার রান্নার দক্ষতায় সবাইকে সুখী করার জন্য কঠোর লড়াই করে গেলেও কূটবুদ্ধির শাশুড়ির সাথে নিজেকে মানিয়ে নেওয়া, ধূর্ত বড় ননদ এবং বেখেয়ালি স্বামীর সাথে কাজ করা তার পক্ষে কঠিন এবং মানসিক আঘাত হয়ে ওঠে। বেচারি নিমরা তার পরিবারের জন্য অনেক কষ্ট ভোগ করে।

কুশীলব[সম্পাদনা]

  • নিমরা চরিত্রে সানা নওয়াজ
  • রাজীউদ্দিন চরিত্রে আবিদ আলী (নিমরা'র চাচা ও শ্বশুর)
  • ফেহমিদা চরিত্রে সামিনা আহমেদ (নিমরা'র শ্বাশুড়ি)
  • কামাল চরিত্রে সোহেল সমীর (নিমরা'র স্বামী)
  • সাদিয়া চরিত্রে ইয়াসরা রিজভী (কামাল ও নেহালের বোন)
  • কামরান চরিত্রে খালিদ মালিক (নিমরা'র ভাই ও কামাল, নেহাল, রেহান, মারিয়ার প্রথম মাতৃপক্ষের চাচাত ভাই)
  • রাইমা খান
  • মারিয়া চরিত্রে ইকরা মুঘল (সাদিয়ার বোন)
  • নেহাল চরিত্রে জারিয়ান হাসান (কামালের ভাই)
  • রেহান চরিত্রে সালমান ফয়সাল (কামালের ভাই)
  • সাজওয়া বিনতে শহীদ

প্রশংসা[সম্পাদনা]

এই ধারাবাহিকটি বাস্তবতা এবং সংস্কৃতির সামঞ্জস্যের জন্য অসংখ্য প্রশংসা কুড়ানোর পাশাপাশি রমজান মাসে সর্বাধিক সফল ধারাবাহিক নাটকের তালিকায় নাম করে নিয়েছিল।[২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ramdan centric drama serial 'Sawaab' to air on Hum Sitaray"। HIP। ৮ জুন ২০১৬। ১৭ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬ 
  2. Jamil, Maha (৮ জুন ২০১৬)। "Sawaab – A Review"। Hum Network। ১৭ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]