শ্রেয়া ধনন্তরি
অবয়ব
শ্রেয়া ধনন্তরি | |
---|---|
জন্ম | ১৯৯০/১৯৯১ (৩৩–৩৪ বছর)[১] |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১০–বর্তমান |
উচ্চতা | ১.৭৩ মিটার [১] |
শ্রেয়া ধনন্তরী হিন্দি এবং তেলুগু ভাষার চলচ্চিত্রের সাথে যুক্ত একজন ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী।
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]ধনন্তরী যখন তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ছিলেন তখন তিনি ফেমিনা মিস ইন্ডিয়া দক্ষিণ ২০০৮ এ অংশ নিয়েছিলেন। তিনি ইভেন্টে প্রথম রানার আপ স্থান দখল করেছেন এরপরে তিনি মিস ইন্ডিয়া ২০০৮ এর ফাইনালে অংশ নেন। [২]
তার প্রচারিত জনপ্রিয় ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে এয়ারটেল, প্যান্টালুনস, সাফি, প্রোভোগ, ভোগ আইওয়্যার, গীতাঞ্জলী মায়া সোনার গহনা, ডি'ডামাস জুয়েলারী, জাশন শাড়ি এবং লিবার্টি ফুটওয়্যার।
পেশা
[সম্পাদনা]২০০৮ সালের মিস ইন্ডিয়া হওয়ার পরই তাকে তেলুগু ছবি স্নেহা গীতমের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। ইমরান হাশমির বিপরীতে হোয়াই চীট ইন্ডিয়া দিয়ে তিনি বলিউডে পা রাখেন । [৩][৪]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্রগুলি বোঝায় |
বছর | চলচ্চিত্র | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
2009 | জোশ | তেলুগু ফিল্ম | |
2010 | স্নেহা গীতম | সাইলু | তেলুগু ফিল্ম |
2012 | দ্য গার্ল ইন মি | টিনা / তারা | সংক্ষিপ্ত চলচ্চিত্র |
2016 | লেডিস রুম | রাধিকা খান্না | ওয়েব সিরিজ |
2018 | দ্য রিইউনিয়ন | দেবী দরজী | ওয়েব সিরিজ |
2019 | হোয়াইট চীট ইন্ডিয়া | নুপুর | হিন্দি ফিল্ম |
2019 | দ্য ফ্যামিলি ম্যান | জয়া | ওয়েব সিরিজ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Shreya Dhanwanthary"। The Times of India। ৮ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "PFMI South '08"। The Times of India। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ TNN (৩ আগস্ট ২০১৮)। "Shreya Dhanwanthary to star opposite Emraan Hashmi in 'Cheat India'"। The Times of India। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Shreya Dhanwanthary: I Am Open to Doing Commercial Movies That Have Good Stories"। News18। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শ্রেয়া ধনন্তরি (ইংরেজি)