শ্রুন্স

স্থানাঙ্ক: ৪৭°০৪′৪৯″ উত্তর ০৯°৫৫′০৯″ পূর্ব / ৪৭.০৮০২৮° উত্তর ৯.৯১৯১৭° পূর্ব / 47.08028; 9.91917
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রুন্স
২০০৭ সালের জুলাই মাসে শ্রুন্সের একটি দৃশ্য
২০০৭ সালের জুলাই মাসে শ্রুন্সের একটি দৃশ্য
শ্রুন্সের প্রতীক
প্রতীক
জেলায় অবস্থান
জেলায় অবস্থান
শ্রুন্স অস্ট্রিয়া-এ অবস্থিত
শ্রুন্স
শ্রুন্স
অস্ট্রিয়ায় অবস্থান
স্থানাঙ্ক: ৪৭°০৪′৪৯″ উত্তর ০৯°৫৫′০৯″ পূর্ব / ৪৭.০৮০২৮° উত্তর ৯.৯১৯১৭° পূর্ব / 47.08028; 9.91917
দেশঅস্ট্রিয়া
রাজ্যফরার্লবের্গ
জেলাব্লুডেনৎস
সরকার
 • নগরপ্রধানইয়ুর্গেন কুস্টার
আয়তন
 • মোট১৮.০৬ বর্গকিমি (৬.৯৭ বর্গমাইল)
উচ্চতা৭০০ মিটার (২,৩০০ ফুট)
জনসংখ্যা (১ জানুয়ারি ২০১৮)[১]
 • মোট৩,৮১৮
 • জনঘনত্ব২১০/বর্গকিমি (৫৫০/বর্গমাইল)
সময় অঞ্চলসিইটি (ইউটিসি+১)
 • গ্রীষ্মকালীন (দিসস)সিইএসটি (ইউটিসি+২)
পোস্টাল কোড৬৭৮০
অঞ্চল কোড০৫৫৫৬
যানবাহন নিবন্ধনবিজেড
ওয়েবসাইটwww.schruns.at

শ্রুন্স হল অস্ট্রিয়ার ফরার্লবের্গ রাজ্যের ব্লুন্ডেনৎস জেলার মন্টাফন উপত্যকায় অবস্থিত একটি পৌর এলাকা। ২০১৯ সালের ১লা জানুয়ারি মোতাবেক, এই এলাকার জনসংখ্যা প্রায় ৩৮৬৮ জন।

এর পশ্চিমে ফরার্লবের্গের সবচেয়ে জনপ্রিয় হাইকিং ও আরোহণযোগ্য পাহাড় জিম্বা অবস্থিত, যাকে "ফরার্লবের্গার মাটারহর্ন" নামে ডাকা হয়।

ভূগোল[সম্পাদনা]

শ্রুন্স অস্ট্রিয়ার সর্ব পশ্চিমের অঞ্চল ফরার্লবের্গে রাজ্যের ব্লুডেনৎস জেলায় অবস্থিত। ইল নদীর শাখা নদী লিৎজের তীরবর্তী মন্টাফন উপত্যকায় অবস্থিত শ্রুন্সের আয়তন ৬৯০ মিটার। এই অঞ্চলের ৪৫.২ শতাংশ অঞ্চলে অরণ্য ও ১৮.১ শতাংশ অঞ্চলে পাহাড় রয়েছে।

এর উত্তরে বার্টোলমাবের্গ, পূর্বে সিলবের্টাল, দক্ষিণে গালেনকির্শ, এবং পশ্চিমে শাগুন্স। নিকটবর্তী শহর ব্লুডেনৎস এর থেকে ১২ কিমি দূরে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

"শ্রুন্স" নামের উৎপত্তি নিয়ে কয়েকটি প্রচলিত ব্যাখ্যা হল:[২]

  • "শ্রুন্স" নামটি রোমান শব্দ থেকে এসেছে যা "আশেরান" থেকে উদ্ভূত, যার অর্থ "বিশালাকৃতির ম্যাপল"।
  • লাতিন শব্দ "আসেরোনিস" থেকে উদ্ভূত, যার অর্থ "ম্যাপল দিয়ে"।
  • লাতিন শব্দ "সেরুম" থেকে (রোমান "শেরুন"), যার অর্থ "ডেইরি" বা "দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ"।

অর্থনীতি[সম্পাদনা]

শ্রুন্সের অর্থনীতির প্রধান উৎস কৃষি, গবাদিপশু পালন, ও ব্যবসা-বাণিজ্য। পর্যটন এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১৯০০ সালের দিকে শ্রুন্সের ঘরবাড়ির সংখ্যা ছিল প্রায় ৩৫০ এবং প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী তা বাড়তে থাকে। ১৯১০ সালে শ্রুন্সের জনসংখ্যা দাঁড়ায় ১,৬০০। ২০০৩ সালে শ্রুন্সে ১৩৯টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৫২৩ জন্য কর্মী ও ১৯৬ জন শিক্ষানবিশ কাজ করত। কর পরিশোধযোগ্য কর্মীর সংখ্যা ছিল ১৮৬১।

শিক্ষা[সম্পাদনা]

শ্রুন্সে একটি প্লেগ্রুপ ও চারটি কিন্ডারগার্টেন, দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি প্রধান স্কুল এবং একটি সঙ্গীত স্কুল রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Einwohnerzahl 1.1.2018 nach Gemeinden mit Status, Gebietsstand 1.1.2018"পরিসংখ্যান অস্ট্রিয়া। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯ 
  2. Montafoner Heimatbuch (publisher Booth Montafon)

বহিঃসংযোগ[সম্পাদনা]