শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়
অবয়ব
প্রাক্তন নাম | শ্রী লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ |
---|---|
ধরন | কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ৮ অক্টোবর ১৯৬২ |
আচার্য | হরি গৌতম |
উপাচার্য | রমেশ কুমার পান্ডে |
অবস্থান | , ২৮°৩২′২৭″ উত্তর ৭৭°১০′৫৬″ পূর্ব / ২৮.৫৪০৭০৭° উত্তর ৭৭.১৮২২৭৪° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
ওয়েবসাইট | www |
শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, পূর্বে ছিল শ্রী লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ, হল একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত। এটি ১৯৬২ সালের ৮ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ১৯৮৭ সালের নভেম্বরে বিদ্যাপীঠকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান করে [১] ২০২০ সালের মার্চ মাসে, ভারতীয় পার্লামেন্ট কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ পাস করে এতে আরও দুটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় সহ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদায় উন্নীত করা হয়। [২]
শিক্ষাবিদ
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয়টি সংস্কৃত এবং সংশ্লিষ্ট বিষয়ে বিএ, এমএ, বিএড, এমএড, এমফিল এবং পিএইচডি কোর্স প্রদান করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Shri Lal Bahadur Shastri Rashtriya Sanskrit Vidyapeetha | History"। Slbsrsv.ac.in। ২০১৬-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২০।
- ↑ "Central Sanskrit Universities Act, 2020" (পিডিএফ)। The Gazette of India। Government of India। ২৫ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২০।