বিষয়বস্তুতে চলুন

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ
প্রাক্তন নাম
শ্রীপুর ডিগ্রী কলেজ
ধরনজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজ
স্থাপিত১ জুলাই ১৯৬৮; ৫৬ বছর আগে (1968-07-01)
প্রতিষ্ঠাতাকালু মন্ডল ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ
মূল প্রতিষ্ঠান
জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
উচ্চমাধ্যমিক, স্নাতক(পাস), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর
অধ্যক্ষপ্রফেসর পিয়ারা নার্গিস
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
প্রায় ১১০ জন শিক্ষক
শিক্ষার্থী১০০০০
ঠিকানা
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত
শিক্ষাঙ্গন৭.৬৮ একর
Map

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় স্থাপিত একটি বিশ্ববিদ্যালয় কলেজ।[] শ্রীপুর উপজেলা সদর রেললাইন থেকে ৫০০ মিটার পূর্বদিকে কলেজটি অবস্থিত। এর পূর্বনাম শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৬৮ সালে গাজীপুর জেলার শ্রীপুর গ্রামে এলাকার কালু মণ্ডল স্থাপন করেন শ্রীপুর কলেজ।[] পরবর্তিতে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রী পাস কোর্স চালু করা হয়। ২০০১ সালে কলেজটি গাজীপুর জেলায় প্রথম স্থান অধিকার করে। ২০১০ সালে শ্রীপুর ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর হয়। [] তৎকালীন স্থানীয় সংসদ সদস্য জনাব অ্যাড. রহমত আলী সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় ও তৎকালীন উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ নূরুন্নবী আকন্দ এর শিক্ষানুরাগী মনোভাবের কারণে কলেজটিতে ৪টি বিষয়ে সম্মান কোর্স চালু করা হয়। বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক ০৩ টি বিভাগ, ডিগ্রী পাস কোর্সের ০৪টি বিভাগ, ১০টি বিষয়ে অনার্স ও ০৪ টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে।[]

সুদীর্ঘ ৪৫ বছর পর ২০১৩ সালে কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয় মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর নামে শ্রীপুর কলেজের নামকরণ হয়েছে।[]

২০১৬ সালের এপ্রিল মাসে কলেজটি সরকারীকৃত হয়।[] বর্তমানে এখানে প্রায় ১১০ জন শিক্ষক কর্মরত আছেন। বর্তমানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিএস শিক্ষা ক্যাডার প্রফেসর পিয়ারা নার্গিস।

শিক্ষকমণ্ডলী

[সম্পাদনা]

বর্তমানে এখানে ১১০ জনের অধিক শিক্ষক কর্মরত আছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.nubd.info/college/college.php?code=5507[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৬ 
  3. বাংলানিউজটোয়েন্টিফোর.কম (১৯ সেপ্টেম্বর ২০১৩)। "নতুন নাম মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ"banglanews24.com 
  4. https://www.banglatribune.com/120701/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. বাংলানিউজটোয়েন্টিফোর.কম (১৯ সেপ্টেম্বর ২০১৩)। "নতুন নাম মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ"বাংলানিউজ২৪ ডটকম। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭ 
  6. বাংলাট্রিবিউন ডটকম (১০ জুলাই ২০১৬)। "শ্রীপুর কলেজ সরকারিকরণের ঘোষণায় সর্বত্র উৎসবের আমেজ"বাংলাট্রিবিউন ডটকম। সংগ্রহের তারিখ মে ০৯, ২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]