শ্যাক তিমিতে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্যাক তিমিতে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম শ্যাক এমার তিমিতে
জন্ম (1997-11-20) ২০ নভেম্বর ১৯৯৭ (বয়স ২৬)
জন্ম স্থান আবিজান, কোত দিভোয়ার
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আমিয়েঁ
জার্সি নম্বর ২৪
যুব পর্যায়
২০১৩–২০১৪ নঁতের
২০১৪–২০১৬ আজক্সিও
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৬ আজক্সিও যুব (২)
২০১৬ আজক্সিও (০)
২০১৬–২০১৭ আমিয়েঁ যুব ২২ (৯)
২০১৭– আমিয়েঁ ৩১ (১)
২০১৭–২০১৮দোঁকের্ক (ধার) ২১ (৬)
২০১৯–২০২০পারি (ধার) ১৭ (১)
জাতীয় দল
২০১৯– কোত দিভোয়ার অনূর্ধ্ব-২৩ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৪৪, ১৯ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৪৪, ১৯ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

শ্যাক এমার তিমিতে (ফরাসি: Cheick Timité; জন্ম: ২০ নভেম্বর ১৯৯৭; শ্যাক তিমিতে নামে সুপরিচিত) হলেন একজন আইভোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লীগের দ্বিতীয় স্তর লীগ ২-এর ক্লাব আমিয়েঁ এবং কোত দিভোয়ার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৯ সালে, তিমিতে কোত দিভোয়ার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে কোত দিভোয়ারের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

শ্যাক এমার তিমিতে ১৯৯৭ সালের ২০শে নভেম্বর তারিখে কোত দিভোয়ারের আবিজানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

তিমিতে জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত কোত দিভোয়ার অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Squad list - Men's Olympic Football Tournament Tokyo 2020" [দলের তালিকা - পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা টোকিও ২০২০] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ জুলাই ২০২১। পৃষ্ঠা ৪। 
  2. "Ivory Coast confirm Olympic squad" [কোত দিভোয়ারের অলিম্পিক দল চূড়ান্ত]। kickoff.com (ইংরেজি ভাষায়)। কিকঅফ। ৩ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]