শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী

স্থানাঙ্ক: ২৫°০১′১৭″ উত্তর ৯০°০১′০৫″ পূর্ব / ২৫.০২১২৮৭° উত্তর ৯০.০১৭৯২০° পূর্ব / 25.021287; 90.017920
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী
Victoria Academy.jpg
ঠিকানা
মানচিত্র
শেরপুর শহর

,
২১০০

স্থানাঙ্ক২৫°০১′১৭″ উত্তর ৯০°০১′০৫″ পূর্ব / ২৫.০২১২৮৭° উত্তর ৯০.০১৭৯২০° পূর্ব / 25.021287; 90.017920
তথ্য
ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
নীতিবাক্যআমরা করব জয় (শ্লোগান-We are victorians)
প্রতিষ্ঠাকাল১৮৮৭; ১৩৬ বছর আগে (1887)
প্রতিষ্ঠাতাজমিদার রায়বাহাদুর চারুচন্দ্র চৌধুরী
প্রধান শিক্ষকজনাব লূতফা বেগম (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক)
লিঙ্গছেলে
বয়সসীমা৯-১৭
রংসাদা শার্ট এবং নীল প্যান্ট         
প্রাক্তন শিক্ষার্থীএ. এন. এম. নূরুজ্জামান

শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী ১৮৮৭ সালে তৎকালীন ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত একটি উচ্চ বিদ্যালয়। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। শুধুমাত্র ছেলেরাই এ বিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পায়। বিদ্যালয়টি শেরপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। ১৯৮১ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। এই সরকারি বিদ্যালয়টিতে ৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। ম্যাট্রিক (বর্তমানের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এসএসসি) পরীক্ষায় এ বিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের জাতীয় পর্যায়ে নিয়মিত কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে।[১] বাংলাদেশের অনেক মেধাবী ব্যক্তি এ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন।[২]

উল্লেখযোগ্য শিক্ষার্থী[সম্পাদনা]

  • এ. এন. এম. নূরুজ্জামান, বীরউত্তম, সামরিক কর্মকর্তা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার।
  • ড. সৌমত্র শেখর, অধ্যাপক ও লেখক।

তথ্যসূত্র[সম্পাদনা]