শুষনি শাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুনিষন্নক বা শুষুনী শাক
Marsilea quadrifolia'

Secure  (NatureServe)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
বিভাগ: Tracheophytes
শ্রেণী: Polypodiopsida
বর্গ: Salviniales
পরিবার: Marsileaceae
গণ: Marsilea
প্রজাতি: M. quadrifolia
দ্বিপদী নাম
Marsilea quadrifolia
L.

শুষনি শাক বা 'সুষণি শাক' একটি ঔষধি উদ্ভিদ যা কেন্দ্রীয় এবং দক্ষিণ ইউরোপ, ক্যাউকাসিয়া, পশ্চিম সাইবেরিয়া, আফগানিস্তান, দক্ষিণ-পশ্চিম ভারত, চীন, জাপান, এবং ভিয়েতনাম এসব অঞ্চল স্বাভাবিকভাবে পাওয়া যায়, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের এর কিছু অঞ্চলে এটি একটি আগাছা বিবেচনা করা হয় , যেখানে উত্তরপূর্বে ১০০ বছরেরও বেশি সময় ধরে এটা ভাল উৎপাদিত হয়েছে।[১] এর সাধারণ নামগুলো হচ্ছে four leaf clover; European waterclover (মার্কিন যুক্তরাষ্ট্র); sushni (ভারত); aalaik keerai (তামিল)। এটি গ্রামে অনেকের কাছে সুষনিশাক বা সুনসুনি শাক নামে পরিচিত। এই শাকের পাতা অনেক নরম ও পাতলা হয়। পাতার রং সবুজ নরম ও সরু ডাল বিশিষ্ট ঘাস বিশিষ্ট। থোকা থোকা জন্মে থাকে। একটি ডালে একটি পাতা হয়। এটি শাক হিসেবে বেশ জনপ্রিয়। এর বৈজ্ঞানিক নাম Marsilea minuta

ঔষধি গুনাগুণ[সম্পাদনা]

আয়ুবেদি চিকিৎসায় এটি দারুণ কাজ করে। এটি শ্বাসরোগে, অনিন্দ্রা, উচ্চরক্তচাপ ইত্যাদি রোগী চিকিৎসায় ব্যবহৃত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Non-indigenous Aquatic species"। ২০১২-০২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০৪ 

বহিসংযোগ[সম্পাদনা]