শিল্পাচার্য জয়নুল উদ্যান ময়মনসিংহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিল্পাচার্য জয়নুল উদ্যান ময়মনসিংহ
ধরনউদ্যান
অবস্থানসার্কিট হাউজ সংলগ্ন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন
অবস্থাপ্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত


শিল্পাচার্য জয়নুল উদ্যান ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি উদ্যান।[১][২][৩]

অবস্থান[সম্পাদনা]

ময়মনসিংহ সার্কিট হাউজ এলাকা সংলগ্ন নির্মিত একটি উদ্যান। এর পাশ দিয়েই বয়ে গেছে ব্রক্ষপুত্র নদ

বর্ণনা[সম্পাদনা]

জয়নুল উদ্যানে দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ট্রেন, ম্যাজিক নৌকা, মিনি চিড়িয়াখানা, বৈশাখী মঞ্চ, ঘোড়ার গাড়ি, চরকি, জেলা প্রশাসকের বাড়ি এবং বেশকিছু খাবারের দোকান রয়েছে। আর নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌকা। এছাড়াও এখানে জয়নুল আবেদীন সংগ্রহশালার বিখ্যাত সব ছবিগুলো দেখারও সুযোগ রয়েছে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসেন ও ব্রক্ষপুত্র নদের স্নিগ্ধ,মনোরম পরিবেশ উপভোগ করেন।


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bangladeshtimes। "ময়মনসিংহের জয়নুল উদ্যান"BangladeshTimes। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৪ 
  2. "ব্রহ্মপুত্র পাড়ে জয়নুল উদ্যানের ছায়াশীতল পরিবেশে ভ্রমণপিপাসুরা"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৪ 
  3. "ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক চিড়িয়াখানা পর্যটক টানছে"Loklokantor (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-২১। ২০১৯-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৪