বিষয়বস্তুতে চলুন

শাহ খাজা শরফুদ্দীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাহ

শাহ খাজা শরফুদ্দীন চিশতী
প্রধান স্মৃতিযুক্ত স্থানঢাকা হাইকোর্ট প্রাঙ্গণ
ঐতিহ্য বা ধরন
চিশতি তরিকা
উল্লেখযোগ্য কর্মইসলাম প্রচার ও সুফিবাদ

শাহ্ খাজা শরফুদ্দীন চিশতী (১৬শ-১৭শ শতক) একজন বাংলাদেশী সুফিসাধক, ইসলামী ব্যক্তিত্ব ও ধর্ম প্রচারক। ধারণা করা হয় তিনি সিলেট ও ঢাকা অঞ্চলে ইসলাম প্রচারের কাজ করেছিলেন। তিনি বাদশাহ আকবরের রাজত্বকালে (১৫৫৬-১৬০৫) ঢাকায় আসেন এবং ইসলাম প্রচারের কাজে আত্ননিয়োগ করেন। কারো কারো মতে তিনি শাহ জালালের সফরসঙ্গী ছিলেন। বর্তমানে ঢাকার হাইকোর্টের পাশে তার মাযার আছে।[]

পরিচয়

[সম্পাদনা]

শরফুদ্দীন চিশতিয়া তরিকার অনুসারী ছিলেন এবং এই তরিকায় সাধনা করে ‘শাহ্’ উপাধি লাভ করেন।

মৃত্যু ও মাজার

[সম্পাদনা]

সরকারি দলিলপত্রে সেখানে সতেরো শতাংশ জমির ওপর তাঁর কবরস্থান ও পাকা মাযার এবং দক্ষিণ দিকে দুটি পাকা ইঁদারা থাকার কথা উলি­খিত হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণে তার মাযারে আজও দর্শনার্থীদের নিয়মিত ভিড় হয়; নামায, দোয়া-দরুদ পাঠ ও দান-খয়রাত চলে এবং বাতি দেওয়া ও মানত করা হয়। মাযার পরিচালনা কমিটির মাধ্যমে মাদ্রাসা, লঙ্গরখানা, পাঠাগার, পত্রিকা প্রকাশ ইত্যাদি কাজ সম্পন্ন হয়ে থাকে। সুপ্রিম কোর্টের বিচারপতি পদাধিকারবলে এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "শরফুদ্দীন, খাজা শাহ্ - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

বাংলাপিডিয়ায় শরফুদ্দীন, খাজা শাহ্