শালিমার-শ্রেণির ফেরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(শালিমার-ক্লাস ফেরী থেকে পুনর্নির্দেশিত)
ইতিহাস
 ভারত
নাম: শালিমার ক্লাস ফেরী
নির্মাতা: শালিমার ওয়ার্ক (১৯৮০) লিমিটেড , কলকাতা
কমিশন লাভ: ১৭ মে ২০১৪
অবস্থা: সক্রিয়
সাধারণ বৈশিষ্ট্য
ওজন: ২১৮ টন[১]
দৈর্ঘ্য: ৩০ মি (৯৮ ফু)
প্রস্থ: ১০ মি (৩৩ ফু)
ড্রাফট: ২ মি (৬ ফু ৭ ইঞ্চি)
গতিবেগ: ১৫ নট (২৮ কিমি/ঘ; ১৭ মা/ঘ)

শালিমার-ক্লাস ফেরী হল কলকাতা ভিত্তিক জাহাজ নির্মাণ সংস্থা শালিমার ওয়ার্ক (১৯৮০) লিমিটেড -এর তৈরি যাত্রী বহনকারী জলযান।এটি বর্তমান ভারতের নৌহীনির অধিনন্ত।

বিবরণ[সম্পাদনা]

শালিমার ক্লাস ফেরীর অন্তর্গত হল আইএনএস নিলম।এটি ব্যবহার করে দক্ষিণ নৌ কমান্ড এর কোচি শিপ ওয়াড ব্যবহার করে।এই শিপে করে বড় জাহাজে দরকারি পণ্য বহন করা হয়।এই জাহাজ গুলি ৫০ জন যাত্রী বহন করা সম্ভব।জাহাজ গুলি ৪৯ মিটার লম্বা।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; inpr নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. ""Ferry craft inducted""। ১৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬-০১-২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)