শারঁত নদী
অবয়ব
(শারন্ত্ নদী থেকে পুনর্নির্দেশিত)
শারঁত নদী | |
---|---|
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
মোহনা | আটলান্টিক মহাসাগর ৪৫°৫৭′২৪″ উত্তর ১°৪′৫৬″ পশ্চিম / ৪৫.৯৫৬৬৭° উত্তর ১.০৮২২২° পশ্চিম |
দৈর্ঘ্য | ৩৮১ কিমি |
শারঁত (ফরাসি: Charente) পশ্চিম ফ্রান্সের একটি নদী। নদীটি ফ্রান্সের ওত-ভিয়েন দেপার্ত্যমঁ-তে রোশশুয়ার শহরের কাছে উৎপত্তিলাভ করে উত্তর-পশ্চিমে সিভরারি শহর পর্যন্ত প্রবাহিত হয়েছে এবং সেখান থেকে দক্ষিণে মোড় নিয়ে অঙ্গুলেম শহর পর্যন্ত চলে গেছে। সেখানে এটি পূর্ব দিকে মোড় নিয়ে জার্নাক ও কোঞাক শহরের পাশ দিয়ে বয়ে গেছে। এর পর এটি আবার উত্তর-পশ্চিম দিকে সাঁত শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে রশফর শহরের দক্ষিণে, ইল-দোলেরোঁ দ্বীপের বিপরীতে বিস্কে উপসাগরে পতিত হয়েছে। নদীটি ৩৮১ কিলোমিটার দীর্ঘ[১] এবং মোহনা থেকে অঙ্গুলেম পর্যন্ত এটি নৌপরিবহনের উপযোগী। ফ্রান্সের কোঞাক অঞ্চলের বিখ্যাত ব্র্যান্ডি জাতীয় মদের ব্যবসার পরিবহন পথ হিসেবে শারঁত নদীটি গুরুত্বপূর্ণ।