আহমাদ আল-তায়িব
আহমাদ আল-তায়িব | |
---|---|
৫০তম আল-আজহারের প্রধান ইমাম | |
অফিসে ২০১০ – বর্তমান | |
ব্যক্তিগত তথ্য | |
ধর্ম | ইসলাম |
আহমেদ মোহাম্মদ আহমেদ আল তায়িব (আরবি: أحمد محمد أحمد الطيب) হলেন আল আজহারের বর্তমান প্রধান ইমাম এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রেসিডেন্ট। ২০১০ সালে মোহাম্মদ সাঈদ তান্তবীর মৃত্যুর পর মিশরের রাষ্ট্রপতি হোসনি মোবারক তাকে নিয়োগ করেছিলেন।[১] তিনি উচ্চ মিশরের একটি সুফি পরিবারে জন্মগ্রহণ করেন।[২]
শিক্ষা
[সম্পাদনা]আল-তায়িব আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মতবাদ এবং দর্শন বিভাগে অধ্যয়ন করেন, সেখানে তিনি ১৯৬৯ সালে স্নাতক সম্পন্ন করেছিলেন, তার পরে ১৯৭১ থেকে ১৯৭৭ সালে ইসলামী দর্শনে যথাক্রমে একটি মাস্টার ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৭৭ সালের ডিসেম্বরে তিনি শিক্ষার জন্য প্যারিস বিশ্ববিদ্যালয়ে যান, সেখানে ১৯৭৮ সাল পর্যন্ত ছয় মাস অবস্থান করেছিলেন। পরে, তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পোস্টে যোগ দেন, তারপর কানা ও আসওয়ানের প্রশাসনিক ভূমিকা পালন করেন এবং ১৯৯৯-২০০০ সালে তিনি পাকিস্তানের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদেও কাজ করেন।[৩]
২০০২ ও ২০০৩ সালে তায়িব মিশরের গ্রান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৪]
প্রাক্তন রাজনৈতিক দল
[সম্পাদনা]আল আজহারের গ্রান্ড ইমাম ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি মুবারকের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নীতি নির্ধারণী কমিটির সদস্য ছিলেন। তিনি প্রাথমিকভাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) পদ থেকে পদত্যাগ করতে অস্বীকার করেন বলে জানা যায়, বলেছিলেন যে আল-আজহার ও দলের সদস্যপদে তার ভূমিকার মধ্যে কোন দ্বন্দ্ব নেই। ২০১০ সালের এপ্রিলে পার্টির পদ থেকে পদত্যাগ করেন।
পুরস্কার
[সম্পাদনা]- ২০০৫ সালে জর্দানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে অংশগ্রহণকালে জর্দানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ আল তায়িবকে অর্ডার অব ইন্ডিপেন্ডেন্ট সম্মাননা প্রদান করে।[৩]
- ২০০৩ সালে বছরের সেরা সাংস্কৃতিক ব্যক্তিত্বর জন্য শেখ জায়েদ বুক পুরস্কার পান।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Abou el Magd, Nadia (২১ মার্চ ২০১০)। "Mubarak appoints a new chief of Al Azhar"। The National।
- ↑ "أحمد الطيب شيخ الأزهر الجديد"। www.aljazeera.net (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ ক খ "شيخ الأزهر - فضيلة الإمام الأكبر الأستاذ الدكتور/ أحمد محمد أحمد الطيب"। Azhar (Arabic ভাষায়)। ১৬ মে ২০১৬। ১৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৮।
- ↑ Shahine, Gihan (২৫–৩১ মার্চ ২০১০)। "'A good choice after all'; Will the appointment of a new grand sheikh restore Al-Azhar's credibility?"। Al-Ahram Weekly। ১৯ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "2013 Sheikh Zayed Book Award Winners Announced"। zayedaward.ae। ৩ এপ্রিল ২০১৩। ১০ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৩।