বিষয়বস্তুতে চলুন

শামীম আকতার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শামীম আখতার একজন বাংলাদেশী পরিচালক এবং চিত্রনাট্যকার। তিনি দুটি চলচ্চিত্র দা কনভারসেশন (১৯৯১) এবং রিনা ব্রাউন (২০১৭) নির্মাণ করেছেন। []

শামীম তারেক মাসুদের ১০ মিনিটের দীর্ঘ নন-ফিকশন চলচ্চিত্র দ্য কনভাকশনেশন দিয়ে তার অভিনয়ের অভিষেক করেন। ১৯৯৩ সালে, তিনি আরেকটি নন-ফিকশন চলচ্চিত্র দ্য ইক্লিপস তৈরি করেছিলেন । ২০১০ সালে তিনি কালপুরুষ চলচ্চিত্র তৈরি করেছেন। ১৩ জানুয়ারিতে, তার প্রথম চলচ্চিত্রের ১৩ বছর পরে চলচ্চিত্র রিনা ব্রাউন চলচ্চিত্র মুক্তি পায়। এই ছবিটি ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের সাথে সম্পর্কিত। []

তথ্যসূত্র

[সম্পাদনা]