বিষয়বস্তুতে চলুন

শান্তশীলা পালিত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শান্তশীলা পালিত
জন্ম২১ ভাদ্র, ১২৮৯ বঙ্গাব্দ
মৃত্যু৮ ভাদ্র ১৩৫৮
আন্দোলনঅসহযোগ আন্দোলন, গান্ধীবাদী রাজনীতি

শান্তশীলা পালিত (২১.০৫.১২৮৯ বঙ্গাব্দ ― ৮.০৫.১৩৫৮ বঙ্গাব্দ) ছিলেন গান্ধীবাদী জননেত্রী ও সমাজকর্মী।

বংশপরিচয়

[সম্পাদনা]

পৈত্রিক নিবাস গোদা, গোবিন্দবাটি কালনা, বর্ধমান। স্বামী শরতচন্দ্র পালিত। শান্তশীলার পুত্র বিপ্লবী পঞ্চানন পালিত জেলে ব্রিটিশ পুলিশের অত্যাচারের ফলে শহীদ হন। অভয় আশ্রমের প্রানপুরুষ ডা: নৃপেন্দ্রনাথ বসু তার ভ্রাতা।[১]

অহিংস আন্দোলন

[সম্পাদনা]

স্বামীর মৃত্যুর পর অসহযোগ আন্দোলনে ও কুমিল্লার অভয় আশ্রম এর সংগঠনমূলক কাজে আত্মনিয়োগ করেন শান্তশীলা। অভয় আশ্রমের জন্যে জমি দান করেছিলেন। তার জনসেবা তাকে কুমিল্লার জননেত্রী হিসেবে খ্যাত করে। লবণ সত্যাগ্রহ পরিচালনা করে কারারুদ্ধ হয়েছিলেন। মুক্তির পরেও দেশ সেবা কাজে অবিচল থাকায় ব্রিটিশ সরকার তার বাড়ি দখল করে নিলে তিনি বাঁকুড়ায় চলে যান। সেখানে তার ত্যাগ ও সংগঠন প্রতিভার জন্যে সর্বজনশ্রদ্ধেয় ছিলেন।[২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. শান্তিরঞ্জন ভৌমিক (১৩.১২.১৬)। "কুমিল্লার নারীসমাজ : আন্দোলন ও সমাজসেবায়"comillarkagoj.com। ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪.১২.১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. প্রথম খন্ড (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫১৮। আইএসবিএন 81-85626-65-0