শহীদা মালিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহীদা মালিক
জন্ম নামশহীদা মালিক
ডাকনামনারী সেনাপতি
জন্মকরাচি
আনুগত্য পাকিস্তান
সেবা/শাখা পাকিস্তান সেনাবাহিনী
কার্যকাল১৯৬৯-২০০৪
পদমর্যাদামেজর জেনারেল
ইউনিটপাকিস্তান সেনাবাহিনী মেডিকেল কোর
নেতৃত্বসমূহফিল্ড এম্বুলেন্সের অধিনায়ক সহ বেশ কয়েকটি সম্মিলিত সামরিক হাসপাতালের অধিনায়কত্ব এবং সার্জন-জেনারেল পদ লাভ
পুরস্কারসিতারা-ই-ইমতিয়াজ

শহীদা মালিক পাকিস্তান সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন। তিনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রথম নারী জেনারেল এবং প্রথম নারী যিনি সেনা চিকিৎসা সেবা মহাপরিদপ্তরের সর্বোচ্চ নিয়োগে আসীন হয়েছিলেন। ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে ডাক্তার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।

পূর্ব জীবন[সম্পাদনা]

শহীদা সেনাবাহিনী যোগদানের পূর্বে ১৯৬৮ সালে ফাতেমা জিন্নাহ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করে আসেন। সেনা চিকিৎসা শাখায় ১৯৬৯ সালে যোগ দিয়ে ছয় মাসের মৌলিক সামরিক প্রশিক্ষণ নেন তিনি সেনা চিকিৎসা শাখা কেন্দ্রতে এবং ১৯৭০ সালের ফেব্রুয়ারিতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

পাকিস্তান সেনাবাহিনীতে শহীদা বিভিন্ন সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ডাক্তার এবং ফিল্ড এম্বুলেন্সে মাঠ পর্যায়ের ডাক্তার হিসেবে কাজ করে সব প্রতিষ্ঠানের অধিনায়ক পর্যন্ত উঠেছিলেন; তিনি ২০০২ সালে জেনারেল পারভেজ মুশাররফের নির্দেশে ব্রিগেডিয়ার থেকে মেজর-জেনারেল হন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Major General Shahida Malik"। Defencejournal.com। ২০১২-০৬-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৮-১৩ 
  2. "Welcome to Big Sisters"। Bigsister.org.uk। সংগ্রহের তারিখ ২০১২-০৮-১৩