শল্যচিকিৎসার উপকরণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিভিন্নর রকমের স্কালপেল

শল্যচিকিৎসার উপকরণ বা শল্য উপকরণ হল শল্যচিকিৎসায় যে সমস্ত উপকরণ বা যন্ত্র (যেমন-স্কালপেল, কোচের ফরসেপ) [১] সেই গুলিকে শল্য উপকরণ বলে। এই যন্ত্র ছাড়া শল্যচিকিৎসা অসম্ভব। মানুষের দেহের অভ্যান্তরে হৃৎপিণ্ড, যকৃত, বৃক্ক প্রভৃতি অঙ্গের গুরুত্বপূর্ণ শল্য চিকিৎসায় এই উপকরণের মধ্যমে রোগীর শল্য চিকিৎসা করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. forceps "Kocher's forceps" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) 

শল্য চিকিৎসা