বিষয়বস্তুতে চলুন

শঙ্কর দাস ব্যানার্জী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শঙ্কর দাস ব্যানার্জী (জানুয়ারি ১৯০৩ - ২৩ মার্চ ১৯৯৪) একজন বাঙালি ভারতীয় রাজনীতিবিদ এবং ব্যারিস্টার ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার স্পিকার এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন।[] ব্যানার্জি ছিলেন কলকাতা হাইকোর্টে তার সময়ের একজন বিখ্যাত ফৌজদারি আইনজীবী।[] তার ভাগ্নে সত্যব্রত মুখার্জি ছিলেন ভারতের সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

ব্যানার্জী ব্রিটিশ ভারতে ১৯০৩ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি নদীয়া জেলার পলাশীর পাগলাচন্ডী গ্রামের জমিদার পরিবারের সন্তান। তার বাবা লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতাল থেকে পাস করেন এবং লুই পাস্তুরের সাথে কাজ করেন। ব্যানার্জী কলকাতার হিন্দু স্কুলে অধ্যয়ন করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি অর্জন করেন, পরে তিনি লিঙ্কনস ইন-এ যোগ দেন, ১৯২৭ সালে বারে ডাকা হয়। ভারতে ফিরে তিনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন।[] তিনি ১৯৫০ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকারের স্থায়ী কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৭ সালে অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন।[][]

রাজনৈতিক পেশা

[সম্পাদনা]

তিনি ১৯৫২ সালে সক্রিয় রাজনীতির জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন।[] ১৯৬৮ সালে ব্যানার্জি ভারতীয় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করেন।[] তিনি ১৯৫৭ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার স্পিকার হন।[][] এবং ১৯৬২-৬৩ সময়কালে অর্থ ও পরিবহন মন্ত্রী হন।[] তিনি ১৯৮০ এবং ১৯৮৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু হেরেছিলেন।[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Chakrabarty, Saroj (১৯৭৮)। With West Bengal Chief Ministers: Memoirs, 1962 to 1977 (ইংরেজি ভাষায়)। Chakrabarty। আইএসবিএন 978-0-86131-117-0 
  2. "Obituary: Sankardas Banerji"The Independent (ইংরেজি ভাষায়)। ১৯৯৪-০৪-০১। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০২ 
  3. Sabha, India Parliament Lok (১৯৮২)। Lok Sabha Debates (ইংরেজি ভাষায়)। Lok Sabha Secretariat.। 
  4. "The Bar Council of West Bengal :: History"wbbarcouncil.org। ২০২১-০৭-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০২ 
  5. Civic Affairs (ইংরেজি ভাষায়)। P. C. Kapoor at the Citizen Press। ১৯৫৭। 
  6. Zaidi, A. Moin (১৯৯০)। The Story of Congress Pilgrimage: 1964-1970 (ইংরেজি ভাষায়)। Indian Institute of Applied Political Research। আইএসবিএন 978-81-85355-52-8 
  7. "West Bengal Speaker List With Name | List of Speakers of West Bengal Legislative Assembly - Oneindia"www.oneindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০২ 
  8. THE ECONOMIC WEEKLY, A Calcutta Diary। "The Politics of Successful Men" (পিডিএফ)। ২ জুন ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২ 
  9. India, a Reference Annual (ইংরেজি ভাষায়)। Research and Reference Division, Ministry of Information and Broadcasting, Government of India। ১৯৬৩। 
  10. "🗳️ Sankar Das Banerji, Krishnanagar Lok Sabha Elections 1984-85 in India LIVE Results | Latest News, Articles & Statistics"LatestLY (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০২