লেবার রিপ্রেজেন্টেশন লিগ
অবয়ব
১৮৬৯ সালের নভেম্বরে সংগঠিত লেবার রিপ্রেজেন্টেশন লিগ (এলআরএল) ছিল ব্রিটিশ লেবার পার্টির অগ্রদূত। এর মূল উদ্দেশ্য ছিল ভোট দেওয়ার জন্য শ্রমিক শ্রেণীর নিবন্ধন করা এবং শ্রমিকদের সংসদে আনা।[১] এটির ক্ষমতা সীমিত ছিল, যাকে ইউজেনিও বিয়াগিনি "খুব দুর্বল এবং বেশ অকার্যকর" বলে বর্ণনা করেছেন,[২] এবং এটি কখনই একটি পূর্ণ রাজনৈতিক দলে পরিণত হওয়ার উদ্দেশ্যে ছিল না। তবে এটি লিব-ল্যাবের সংসদ সদস্যদের নির্বাচনে সমর্থনের ভূমিকা পালন করেছে। প্রথম সচিব ছিলেন সমবায় সমিতির কর্মী এবং ট্রেড ইউনিয়নবাদী, লয়েড জোন্স।[৩]
১৮৭৪ সালে লিগ দুটি সংসদীয় আসনে জয়লাভ করে।
১৮৮৬ সালে, TUC লীগকে প্রতিস্থাপন করার জন্য লেবার ইলেক্টোরাল অ্যাসোসিয়েশন তৈরি করে; এর ফলে লেবার পার্টির সৃষ্টি হয়।
সচিবগণ
[সম্পাদনা]- ১৮৬৯: লয়েড জোন্স
- ১৮৭৩: হেনরি ব্রডহার্স্ট
- ১৮৮০: জন হেলস
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Owen, James (২০১৪)। Labour and the Caucus: Working-class Radicalism and Organised Liberalism in England, 1868-88 (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃষ্ঠা 37। আইএসবিএন 9781846319440। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৮।
- ↑ Biagini, Eugenio F. (২০০৪)। Liberty, Retrenchment and Reform: Popular Liberalism in the Age of Gladstone, 1860-1880 (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। পৃষ্ঠা 340। আইএসবিএন 9780521548861। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৮।
- ↑ Bauman, Zygmunt, Between Class and Elite: The Evolution British Labour Movement, Manchester University Press, 1972, p.108
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জিম মর্টিমারের "লেবার পার্টির গঠন"।