লেফাগা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিটার্ন টু প্যারাডাইস, লেফাগা, ২০০৯

লেফাগা হল সামোয়ার উপোলু দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত একটি গ্রামীণ জেলা। গ্যারি কুপার অভিনীত আমেরিকান চলচ্চিত্র রিটার্ন টু প্যারাডাইস (১৯৫৩), লেফাগার মাতাউতু গ্রামে চিত্রায়িত হয়েছিল।[১] চলচ্চিত্র নির্মাণের ৫০ তম বার্ষিকী উদযাপন নভেম্বর ২০০৩ সালে লেফাগায় অনুষ্ঠিত হয়েছিল।

সামোয়ার বেশ কিছু গ্রাম ও জেলাকে 'মাতাউতু' বলা হয়।

লেফাগায় সাতটি উপ-গ্রাম রয়েছে, পিটো নুউ ;

লেফাগা ছিল ২০০৯ সালের সামোয়া ভূমিকম্প এবং সুনামিতে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে একটি।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The welcome mat is out in Samoa for 50th anniversary celebration of movie Return to Paradise"Radio New Zealand International। ৫ নভেম্বর ২০০৩। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১১ 
  2. Tapaleao, Vaimoana (১ অক্টোবর ২০০৯)। "'All three of them gone' - mother sees children swept away"The New Zealand Herald। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১১