লেইলা ফারসাখ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লেইলা ফারসাখ (আরবি: ليلى فرسخ) (জন্ম ১৯৬৭) একজন ফিলিস্তিনি অর্থনীতিবিদ যিনি জর্ডানে জন্মগ্রহণ করেন এবং ম্যাসাচুসেটস বস্টন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।[১] তিনি মধ্যপ্রাচ্যের রাজনীতি, তুলনামূলক রাজনীতি এবং আরব-ইসরায়েলি সংঘাতের রাজনীতি বিষয়ে তিনি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। ফারসাখ যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল (১৯৯০) এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন (২০০৩)।[১]

ফারসাখ হার্ভার্ড সেন্টারের মধ্যপ্রাচ্যের গবেষণায় পোস্ট ডক্টরেট করেন এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের রিসার্চ অ্যাফিলিয়েট হিসেবেও কাজ করেন।[১]

তিনি প্যারিসের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (১৯৯৩-১৯৯৬) এবং ফিলিস্তিনের রামাল্লাহায় অবস্থিত অর্থনৈতিক নীতি গবেষণা ইনস্টিটিউট সহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেন।[২]

২০০১ সালে তিনি ম্যাসাচুসেটস-এর ক্যামব্রিজের ক্যামব্রিজ শান্তি কমিশন থেকে পিচ এন্ড জাস্টিস এওয়ার্ড লাভ করেন।[২]

ফারসাখ জেরুজালেম ২০৫০-র সহ-পরিচালক হিসেবে কর্মরত আছেন, যেটি একটি সমস্যা সমাধানের প্রকল্প যার অর্থায়নে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির আরবান স্টাডিজ অ্যান্ড প্ল্যানিং বিভাগ এবং দি সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ বিভাগ।[৩] তিনি ফিলিস্তিনি অর্থনীতি সম্পর্কিত বিষয় এবং ওসলো শান্তি প্রক্রিয়ার, আন্তর্জাতিক অভিবাসন ও আঞ্চলিক একতা, উপর ব্যাপকভাবে লেখালেখি করেছেন।[৩]

ফারসাখ বেসরকারী প্রতিষ্ঠান রেসিস্ট (RESIST) (www.resistinc.org) এর বোর্ডের সদস্য ছিলেন যেটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠানটি সামাজিক পরিবর্তনে তৃণমূল আন্দোলনকে সহয়তা ও সমর্থন প্রদানের জন্য আর্থিক ও আইনি সহায়তা প্রদান করত।[৪]

স্বাক্ষাতকার[সম্পাদনা]

প্রকাশিত কর্ম[সম্পাদনা]

লেইলা ফারসাখের জীবনী

বই (আংশিক তালিকা)[সম্পাদনা]

  • প্যালেস্টেনিয়ার লেবার মাইগ্রেশন টু ইসরায়েল: লেবার, ল্যান্ড এন্ড অকুপেশন (২০০৫), টেলর ও ফ্রান্সিস লিমিটেড, যুক্তরাজ্য। আইএসবিএন ০-৪১৫-৩৩৩৫৬-৩.[৫]
  • কমমেমোর‌্যাটিং দি নাকসা, ইভোকিং দি নাকবা, (গেস্ট এডিটর), ইলেকট্রনিক জার্নাল অব মিডিল ইস্টার্ন স্টাডিজ, স্প্রিং ২০০৮, এমআইটি, বোস্টন ২০০৮।*
  • ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস, এমপ্লয়মেন্ট এন্ড ইন্টারন্যাশেনাল মাইগ্রেশন, (ডেভিড ও’কর্নারের সহ-সম্পাদনায়), ওইসিডি ডেভেলপমেন্ট সেন্টার পাবলিকেশনস, প্যারিস, ১৯৯৬।
  • প্যালেস্টেনিয়ান এমপ্লয়মেন্ট ইন ইসরায়েল: ১৯৬৭-১৯৯৭ (১৯৯৮), রামাল্লাহ।

প্রবন্ধ (আংশিক তালিকা)[সম্পাদনা]

পাবলিক লেকচার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "UMass Boston Political Scientist Focuses on a New Civic Blueprint for Jerusalem"University of Massachusetts Boston। ২০১৬-১১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১১ 
  2. "Political Science Faculty"University of Massachusetts Boston। ২০০৮-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১১ 
  3. "People"। Jerusalem 2050। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১১ 
  4. "Board & Staff"। RESIST। ২০০৭-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১১ 
  5. David Bartram (২০০৭)। "Book Reviews: Palestinian and the Arab-Israeli Conflict"International Journal of Middle East StudiesCambridge University Press39 (3): 475। ডিওআই:10.1017/S002074380707064X। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১১ 
  6. Matt Horton (মার্চ ২০০৭)। "Waging Peace"Washington Report on Middle East Affairs। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১১ 
  7. "Middle East Forum Event Archive"Harvard University। ২০০৮-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১১